Home নির্বাচিত খবর সড়কে মঞ্চ বানিয়ে ছাত্রদলের সমাবেশ, পুলিশের সতর্ক অবস্থান

সড়কে মঞ্চ বানিয়ে ছাত্রদলের সমাবেশ, পুলিশের সতর্ক অবস্থান

দখিনের সময় ডেস্ক:
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একটু পরেই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। এ সমাবেশ ঘিরে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
ছাত্র সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বসার ব্যবস্থা করতে সড়কে কার্পেট বিছানো হয়েছে। ফলে, নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে যানচলাচল বন্ধ রয়েছে। অন্য পাশের সড়কেও সংগঠনটির নেতাকর্মীদের উপস্থিতির কারণে যানচলাচলের জায়গা সংকীর্ণ হয়ে পড়েছে।
১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি—এ তিন মূলনীতি সামনে রেখে ছাত্রদল গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সে হিসেবে আজ সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর বেলা ১১টার দিকে নয়াপল্টনের সড়কে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ১টার আগে থেকেই রাজধানী এবং আশপাশের জেলা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে ব্যানার-ফেস্টুনসহ ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। ফলে দুপুর ১টার পর থেকে নয়াপল্টন এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments