Home লাইফস্টাইল মাউথ ওয়াশের ধরন, ব্যবহারের নিয়ম ও উপকারিতা

মাউথ ওয়াশের ধরন, ব্যবহারের নিয়ম ও উপকারিতা

দখিনের সময় ডেস্ক:

মাউথ ওয়াশ একজাতীয় রাসায়নিক উপাদানসমৃদ্ধ তরল জীবাণুনাশক। ফ্লোরাইড মাউথ ওয়াশের অন্যতম এক উপাদান। এটি মুখের ভেতরকার ত্বক, দাঁত, মাড়ি, জিহ্বা ও কণ্ঠনালির সুরক্ষায় উপকারী এবং মুখের দুর্গন্ধ দূর করে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাউথ ওয়াশ ব্যবহার করা উচিত।
মাউথ ওয়াশের ধরন:
বাজারে পাঁচ ধরনের মাউথ ওয়াশ পাওয়া যায়—
– কসমেটিক মাউথ ওয়াশ : মুখে সুগন্ধ আনে
– ফ্লোরাইডযুক্ত মাউথ ওয়াশ : দাঁত গঠনে সাহায্য করে
– রোগ প্রতিরোধে মাউথ ওয়াশ : মুখের ঘা নিরাময় করে
– অ্যালকোহল ফ্রি ন্যাচারাল মাউথ ওয়াশ : যাদের মুখ বেশি শুষ্ক থাকে তাদের জন্য
– প্রেসক্রিপশন মাউথ ওয়াশ : মাড়ির প্রদাহ হলে ব্যবহৃত হয়।
উপকারিতা:
– মুখগহ্বরে সুগন্ধ ফিরিয়ে আনে
– মুখ থেকে খাদ্যবস্তু পরিষ্কার করে
– দন্তক্ষয় রোগ প্রতিরোধ করে
– দাঁতের শিরশির বন্ধ করে
– মাড়ির রোগ প্রতিরোধ করে
– মুখের শুষ্কতা কমিয়ে আনে
– দাঁত সাদা করে
মাউথ ওয়াশ ব্যবহারের নিয়ম:
– চার চা চামচ (২০ মিলিলিটার) পরিমাণ মাউথ ওয়াশ একটি কাপে নিতে হবে।
– কাপ থেকে মাউথ ওয়াশ মুখে নিতে হবে।
– এটি মুখে ৩০ সেকেন্ড ধরে রাখতে হবে।
– যখন মুখে মাউথ ওয়াশ থাকবে, তখন গারগল করতে হবে।
– অতঃপর মাউথ ওয়াশ বেসিনে ফেলে দিতে হবে।
ক্ষতিকর দিক
– ফ্লোরহেক্সিডিনযুক্ত মাউথ ওয়াশ দাঁতে দাগ ফেলে।
– মুখের স্বাদ নষ্ট করে।
ব্যবহারে সতর্কতা:
– মাউথ ওয়াশে বেশি পরিমাণে অ্যালকোহল ও ফ্লোরাইড থাকায় ছয় বছরের নিচে বাচ্চাদের ব্যবহার করা ঠিক নয়।
– ফ্লোরহেক্সিডিনে এলার্জি থাকলে মাউথ ওয়াশ ব্যবহার করা যাবে না।
– প্রতিদিন ৩০ সেকেন্ড সময় ধরে ব্যবহার করতে হবে।
– মাউথ ওয়াশ গিলে ফেলা যাবে না।
– দাঁত ব্রাশ করার পর মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে।
– গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত।
– বুকের দুধদানকারীদের মাউথ ওয়াশ ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
পরামর্শ দিয়েছেন ডা. অনুপম পোদ্দার, অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments