Home লাইফস্টাইল নতুন বছরে অন্দর সাজান নতুন রূপে

নতুন বছরে অন্দর সাজান নতুন রূপে

দখিনের সময় ডেস্ক:
একটি নতুন বছর পুরনো সবকিছুকে দূরে সরিয়ে নতুন করে শুরু করার উন্মাদনা তৈরি করে। পাওয়া না পাওয়ার হিসেব ঘুচিয়ে নতুন আশা নিয়েই দিনের শুরু করা হয়। আর নতুন এই বছরটিকে বরণ করে নিতে আমাদের আগ্রহের শেষ থাকে না। নিজের সাজসজ্জা থেকে শুরু করে ঘরটাকেও আমরা নতুন করে নতুন রূপে সাজিয়ে তুলি। বাঙালি উৎসবকে যাপন করতে ভালোবাসে। তাই নতুন বছরে নতুনের রঙে ঘরদুয়ারও সাজিয়ে ফেলে। নতুন বছরে নিজের ঘরটিকে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেই পণ নিয়েই কাজ করা হয়। খুব বেশি পরিবর্তন আনতে হয় এমন কিন্তু না। নতুন বছর উপলক্ষে টুকটাক কিছু পরিবর্তনই ঘরের সাজ পুরো বদলে দেয়। এই যেমন ধরুন ঘরের রঙ পরিবর্তন, নতুন আসবাব আনা, শতরঞ্জিতে ঘর সাজানো প্রভৃতি।
ঘর সজ্জার একটি অন্যতম উপাদান হলো ঘরের রং। ঘরের ঠিকঠাক রং কিন্তু মনকে শান্ত করে। আবার মনের ওপর চাপও কমায়। তবে ঘরে ভুল রং ব্যবহারে হিতে বিপরীত হবে। দেখবেন ঘরে প্রবেশের পর কেমন অবসাদগ্রস্ত বা দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কিংবা মনের ওপর চাপ পড়ছে। খুব হালকা একরঙা টোনের রংকে বেজ রংও বলা হয়। যে ঘরে আপনি বেশি সময় থাকবেন, সেখানে এমন রং দেওয়া উচিত। যেমন শোবার ঘর। হালকা রঙের ঘরকে আলো–বাতাসে ভরপুর আর আরামদায়ক মনে হয়। চোখে, মনে প্রশান্তি দেয়। আপনার যে রং পছন্দ, সেটার হালকা শেড ব্যবহার করতে পারেন। ঘরকে করে তুলুন স্বস্তিদায়ক। নতুন রঙের সঙ্গে দেয়ালে আলপনাও এঁকে নিতে পারেন।
নতুন বছরে ঘরকে সাজাতে আনতে পারেন কুশন কাভারের পরিবর্তন। অল্প খরচে ঘরের আমেজ এবং সোফার রূপ বদলে ফেলতে পারবে এই কুশন কাভার। আপনার ঘরের রঙের সঙ্গে মিলিয়ে কুশন কাভারগুলো বেছে নিতে পারেন। বাজারে কুশনের সাইজেও আছে নানা রকমফের। দুটো কুশন যদি সাইজে বড় হয় তাহলে বাকিগুলো কিনে নিন ছোট সাইজের। বাজারে পাওয়া যায় গোল থেকে শুরু করে হার্ট শেপের কুশন। সোফায় এমন নানা ধরনের কুশন বেশ মানায়। ঘরটাও মুহূর্তের মধ্যে উৎসব আমেজে ভরে উঠেছে। এবার কুশন কাভারের রংটাও বাছাই করুন উজ্জ্বল বর্ণের। সহজেই সোফার সঙ্গে মানিয়ে যাবে উজ্জ্বল রঙের কুশনটি। সঙ্গে সঙ্গে নতুন বছরে আপনার ঘরটিও সেজে উঠবে নতুন আবেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments