Home নির্বাচিত খবর দুদকের মামলায় মির্জা আব্বাসকে আদালতে হাজির করার নির্দেশ

দুদকের মামলায় মির্জা আব্বাসকে আদালতে হাজির করার নির্দেশ

দখিনের সময় ডেস্ক:

২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আগামী ১৬ জানুয়ারি আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

আদালতের দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি গণমাধ্যমকে জানান। ওই দিন মির্জা আব্বাস ও একই মামলার আসামি তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। এর আগে গত ২৭ ডিসেম্বর এই মামলায় মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। কিন্তু এ সম্পদের স্বপক্ষে আফরোজা যৌক্তিক কোনো দালিলিক তথ্য-প্রমাণ দিতে পারেননি। মূলত মির্জা আব্বাস ১৯৯১ থেকে ১৯৯৫ ও ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য, মেয়র ও মন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে ঘুষ-দুর্নীতির মাধ্যমে এই অবৈধ সম্পদ অর্জন করেন।

পরবর্তীতে এসব সম্পদের বৈধতা দিতে স্ত্রী আফরোজা আব্বাসের নামে হস্তান্তর করেন। আব্বাসের সহযোগী হিসেবে অবৈধ সম্পদের ভাগিদার হওয়া স্ত্রীকেও আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। ২০১৯ সালে শাহজাহানপুর থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের কর্মকর্তা মো. সালাউদ্দিন মামলাটি করেন। এরপর বেশ কয়েকজন কর্মকর্তার হাত ঘুরে দুদকের উপ-পরিচালক নুরুল হুদা এ মামলার তদন্তের দায়িত্ব পান। সম্প্রতি মামলার তদন্ত প্রতিবেদন দুদকে দাখিল করলে তা অনুমোদন করা হয়। এরপর মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ধারণা vs বাস্তবতা: এক অটোরিকশার পিছনে হাস্যকর দৌড়

দখিনের সময় ডেস্ক: আজ সকালে ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় এক অদ্ভুত ঘটনা ঘটল। এক পুরুষ, স্যুট পরিহিত, পুরো গতিতে একটি অটোরিকশার পেছনে ছুটে যাচ্ছিলেন। পথচারীরা...

অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না, চিন্ময় দাস ইস্যুতে বললেন মমতা

দখিনের সময় ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, অন্য দেশের বিষয়...

সাম্প্রদায়িক অপতৎপরতার ব্যাপারে সরকারকে সতর্ক থাকার পরামর্শ আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন- আইএইচআরসি,...

চিন্ময় বহিষ্কৃত, তার কার্যক্রমের দায় ইসকনের নয়: চারু চন্দ্র দাস

দখিনের সময় ডেস্ক: চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের কেউ নন। তিনি ইসকন থেকে বহিষ্কৃত। তাঁর বক্তব্য ও কার্যক্রমের দায় ইসকনের নয়। আজ বৃহস্পতিবার রাজধানীর...

Recent Comments