Home প্রযুক্তি ২০২৪ সালে আসতে পারে উইন্ডোজ১২

২০২৪ সালে আসতে পারে উইন্ডোজ১২

দখিনের সময় ডেস্ক:
উইন্ডোজের মূল সংস্করণের উন্মোচন পদ্ধতি আবারও পাল্টাচ্ছে মাইক্রোসফট। সম্ভবত ২০২৪ সাল নাগাদ ‘উইন্ডোজ১২’ উন্মোচন করবে এই সফটওয়্যার জায়ান্ট। নতুন সংস্করণ উন্মোচনের এই সম্ভাবনার কথা উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদনে। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী উইন্ডোজের জন্য তিন বছর পর পর নতুন সংস্করণ উন্মোচন করার পুরনো রেওয়াজে ফিরে যাচ্ছে মাইক্রোসফট। এর মানে দাঁড়াচ্ছে, উইন্ডোজের আগামী মূল সংস্করণ আসবে ২০২৪ সালে। মাইক্রোসফটের উইন্ডোজ নির্মাণ করা ধরনের ক্ষেত্রেও বড় পরিবর্তন এটি।
উইন্ডোজকে একটি সেবা হিসেবে তৈরির ধারণাকে প্রাধান্য দিতে গিয়ে ২০১৫ সালে ‘উইন্ডোজ১০’ উন্মোচনের পর নিজেদের তিন বছর পর পর সংস্করণ পরিবর্তনের রুটিন থেকে সরে এসেছিল মাইক্রোসফট। তিন বছর পর পর নতুন সংস্করণে ফিচার যোগ করার পরিবর্তে বছরে দুইবার বড় উইন্ডোজ১০-এ নতুন ফিচার আপডেট করতে থাকে এর নির্মাতা। মাইক্রোসফটের এক কর্মী ‘উইন্ডোজ১০’কে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ হিসেবে আখ্যা দেওয়ার পর বেশ কয়েক বছর ব্যবহারকারীদের ধারণা ছিল, এটিই সম্ভবত উইন্ডোজের সর্বশেষ বড় উন্মোচন। ২০২১ সালে ‘উইন্ডোজ১১’ উন্মোচনের পর ওই ধারণা বদলেছে এবং উইন্ডোজ১০ ও ১১- দুটি অপারেটিং সিস্টেমের জন্যই বার্ষিক আপডেট আনার দিকে নজর দিচ্ছে মাইক্রোসফট।
২০২৪ সালে উইন্ডোজের পরবর্তী সংস্করণের পাশাপাশি আসন্ন বছরগুলোয় ‘উইন্ডোজ১১’কেও সতেজ রাখার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল মাইক্রোসফট। তবে সাম্প্রতিক মাসগুলোয় ‘উইন্ডোজ১১’-এর জন্য বার্ষিক বড় আপডেট আনার প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে এই সফটওয়্যার নির্মাতা। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে আসতে পারে অপারেটিং সিস্টেমটির পরবর্তী মূল আপডেট ‘২২এইচ২’। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছে মাইক্রোসফট নিজেই। ভার্জের প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে একই ধরনের আরেকটি বার্ষিক আপডেট ‘২৩এইচ২’ আনার পরিকল্পনা সম্ভবত খারিজ করেছে মাইক্রোসফট। এর পরিবর্তে পুরো ২০২৩ সালজুড়ে নতুন ফিচার আনার বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের চিন্ময় গ্রেফতারে ভারতের বিজেপি নেতার ‍উষ্মা, সীমান্ত অবরোধের ডাক

দখিনের সময় ডেস্ক: গুরুতর অভিযোএগ গ্রেফতার হয়েছেন বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। ‍এ ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা পশ্চিমবঙ্গ বিধানসভার...

আওয়ামী ভুতে আক্রান্ত ওসি!

দখিনের সময় ডেস্ক: স্বৈরাচারী শেখ হাসিনার আমলে পুলিশের বাড়াবাড়ি চরমে পৌছেছিলো। এদের অনেকের কথাবার্তায় লাগাম ছিলো না। ‍এরা ছিলো আওয়ামী ভুতে আক্রান্ত। ৫ আগস্ট আওয়ামী...

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

Recent Comments