Home শীর্ষ খবর বিশ্ব ইজতেমা কেন্দ্র করে  বিমানবন্দর সড়কে ১০ কি:মি: যানজট,  রাজধানী জুড়ে গণপরিবহনের...

বিশ্ব ইজতেমা কেন্দ্র করে  বিমানবন্দর সড়কে ১০ কি:মি: যানজট,  রাজধানী জুড়ে গণপরিবহনের সংকট

দখিনের সময় ডেস্ক:
টঙ্গীর তুরাগ তীরে শেষ হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বকে কেন্দ্র করে আজ রোববার (১৫ জানুয়ারি) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টঙ্গী থেকে যানজট প্রায় বনানী-কাকলী পর্যন্ত এসে পৌঁছায়। এতে করে বিমানবন্দর সড়কের অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে।
এদিকে টঙ্গীর তুরাগ তীরে শেষ হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বকে কেন্দ্র করে রাজধানীর সড়কজুড়ে দেখা গেছে গণপরিবহনের সংকট। তবে বিমানবন্দর সড়কে অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে সকাল থেকেই।
গণপরিবহন সংকট থাকায় বেকায়দায় পড়েছেন অফিসগামী ও সড়কে চলাচলকারী যাত্রীরা। এ সুযোগে ভাড়া বাড়ানোর প্রবণতা দেখা গেছে রাইড শেয়ারিং চালক, সিএনজি চালিত অটোরিকশা এবং রিকশাচালকদের মধ্যে। অন্য সময়ে যে দূরত্ব ৫০ টাকায় যাওয়া যেত, আজ একই দূরত্বের ভাড়া দাবি করা হচ্ছে ১৫০-২০০ টাকা।
কাকলী ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন মো. সাইমন। তিনি উত্তরার ২ নং সেক্টরে একটি বেসরকারি চাকরি করেন। সকাল ৯টায় অফিসে উপস্থিত হওয়ার কথা থাকলেও ৯টা পর্যন্ত কাকলী এলাকাতেই দাঁড়িয়ে ছিলেন তিনি। সাইমন বলেন, ইজতেমা কেন্দ্র করে সৃষ্ট যানজটের জন্য বিপাকে পড়লাম। এখন ২-৩ গুণ ভাড়া দিয়ে যেতে হবে। কোনো উপায় নেই।
অপরদিকে মিটার থাকা সত্ত্বেও অতিরিক্ত ভাড়া দাবি করা জাহাঙ্গীর নামের এক চালক বলেন, ‘ভাই, এ রকম সব সময় হয় না। এটা ঈদের মতো, বছরে ১-২ দিন সুযোগ আসে।’একই কথা রাইড শেয়ারিং চালক নেহালের। তিনি অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং করলেও আজ নেমেছেন ‘খ্যাপ চালাতে।’তিনি বলেন, ‘মাঝে মধ্যে অ্যাপস ছাড়া চালাই। টাকা-পয়সা কামানোর জন্যই খ্যাপে নামা। প্রতিদিন তো আর এমন হয় না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments