Home নির্বাচিত খবর নীল ছবির যোগ্যতা নিয়ে মুখ খুললেন সানি লিওন

নীল ছবির যোগ্যতা নিয়ে মুখ খুললেন সানি লিওন

দখিনের সময় ডেস্ক:
স্ট্যান্ড আপ কমেডি শোতে সানির অন্য এক দিক প্রকাশ্যে আসে। সেখানেই নীল ছবির জগৎ সম্পর্কে ভুল ধারণা ভাঙান। হাস্যরসের মোড়কে বলিউডকে একহাত নেন সানি। নীল সিনেমার জগতে সানি লিওনির ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। কিন্তু সেই ইন্ডাস্ট্রি ছেড়ে সানি চলে আসেন মূল ধারার সিনেমায়। বলিউডে নাম লেখান।
অভিনয় কিংবা আইটেম গানে নাচ- সব কিছুতেই নিজেকে মেলে ধরেন। এখন সিনেমা, ওয়েব সিরিজ, টেলিভিশন শো নিয়ে ব্যস্ত তিনি। তবে বলিউডে এসে কটাক্ষ, বিদ্রুপ কম শুনতে হয়নি সানিকে। নীল ছবির জগৎ নিয়ে সেভাবে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। বার বার এ প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি।
অনেকেই মনে করেন, পর্ন ছবিতে অভিনয় করতে গেলে ফর্সা রং, উচ্চতা থাকার প্রয়োজন। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। শুধু তাই নয় বলিউডকে ঠেস দিয়ে বলেন, ‘পর্ন ছবিতে কাজ করতে গেলে রোগা, মোটা কোনো কিছুরই প্রয়োজন নেই। দরকার বিশেষ ধরনের দক্ষতার। বহু বছর হয়েছেন নীল ছবির জগৎকে বিদায় জানিয়েছন তিনি। সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজেও একজন সাবেক পর্ন তারকা। তবে বেশিরভাগ সময় তাকে সানির সঙ্গেই কাজ করতে দেখা গেছে।
ড্যানিয়েল একজন গিটারবাদক। তিনি সানির ম্যানেজারও। ২০১১ সালে সানি ও ড্যানিয়েলের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান। ২০১৭ সালে এই দম্পতি এক শিশুকন্যাকে দত্তক নেন। এছাড়াও ২০১৮ সালে সারোগেসি পদ্ধতিতে এই দম্পতির যমজ ছেলে হয়। আপাতত স্বামী-সন্তান নিয়ে মুম্বাইয়ে থাকেন সানি লিওন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গরমও আসে ভারত থেকে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের...

বৃষ্টিপাতের সম্ভাবনা, আর বাড়বে না তাপমাত্রা

দখিনের সময় ডেস্ক: নতুন করে তিন দিনের হিল অ্যালার্ট জারি হলেও চলতি সপ্তাহের শেষ থেকেই উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী মাসের শুরুতে মোটামুটি...

আমার লাশটি কাদের ভাইকে উৎসর্গ করে গেলাম

কলামের শিরোনাম দেখে যে কারও মনে একাধিক প্রশ্ন দেখা দিতে পারে। এর মধ্যে দুটি প্রধান। এক. যেখানে সরকারি দফাদারকেও ‘স্যার’ বলার অঘোষিত বাধ্যবাধকতা দাঁড়িয়ে...

প্রতি বছর বিশ্বে সাপের কামড়ে মারা যায় দেড় লাখ মানুষ

দখিনের সময় ডেস্ক: প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে ৪৫ থেকে ৫৫ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এর মধ্যে ৮০ হাজার থেকে ১লাখ ৪০ হাজারের...

Recent Comments