Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি আসামির মোটরসাইকেল বিক্রি করিদিলো ওসি, পদানবতির আদেশ

আসামির মোটরসাইকেল বিক্রি করিদিলো ওসি, পদানবতির আদেশ

দখিনের সময় ডেস্ক:
মাদক মামলার আসামির মোটরসাইকেল বিক্রি করেদিয়েছেন রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান। এ অভিযোগে তার পদানবতির আদেশ দেওয়া হয়েছে।
২০১৮ সালের মার্চে নওগাঁর রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকাকালে তার বিরুদ্ধে অবৈধভাবে মোটরসাইকেল বিক্রির অভিযোগে বিভাগীয় মামলা হয়। তদন্ত শেষে মামলার বিচারক আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজি হাসানুল হায়দার গত ২৯ জানুয়ারি এ রায় দেন। রায়ের কপি গত ৩০ জানুয়ারি রাজশাহী মহানগর পুলিশ-আরএমপি কমিশনারের কাছে পাঠানো হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মার্চ নওগাঁর রাণীনগর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম নগরব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কুজাইল গ্রামের কেফায়েত হোসেনকে (২৯) হেরোইনসহ আটক করা হয়। আটকের সময় কেফায়েতের আরটিআর এ্যাপাচে ব্র্যান্ডের মোটরসাইকেলটি থানায় নিয়ে যায় পুলিশ। কেফায়েতের বিরুদ্ধে ওইদিনই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পরদিন কেফায়েতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কিন্তু পুলিশ তার মোটরসাইকেলটি জব্দ তালিকার বাইরে রাখে। এ ঘটনার পর ৬ মার্চ এএসএম সিদ্দিকুর রহমান ও মামলার বাদী এসআই তরিকুল ইসলাম মিলে কেফায়েতের মোটরসাইকেলটি এক লাখ ২০ হাজার টাকায় বেলাল হোসেন নামের এক কাজীর কাছে গোপনে বিক্রি করে দেন। পরে মোটরসাইকেল গোপনে বিক্রির বিষয়টি জানাজানি হলে কেফায়েতের বাবা আব্দুস সালামকে থানায় ধরে এনে ৭০ হাজার টাকা ধরিয়ে দেন তারা। এ সময় কেফায়েতের বাবাকে বলা হয়, মোটরসাইকেল বিক্রি করে দেওয়া হয়েছে। এই ৭০ হাজার টাকা দিলাম। কোথাও অভিযোগ করলে ছেলের সঙ্গে তোমাকেও জেলে থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশালের দু’ চিকিৎসকের বিচার দাবীতে স্বাস্থ্য মন্ত্রনালয়ে স্বজনদের অভিযোগ

দখিনের সময় ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে অপ- চিকিৎসা ,ভুল অপারেশন ও ডাক্তারদের অবহেলায় সুমাইয়া নামে এক রোগীর মৃত্যুর কারনে দায়িত্বরত চিকিৎসক ডাঃ খালিদ মাহমুদ ও...

১৪ দল আছে এবং থাকবে: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে কে জয় পেল বা না পেল সেটা আলাদা বিষয়, কিন্তু ১৪ দল আছে...

কঠিন বাস্তবতায় বিএনপি

বাঁচতে হলে পানি পান করতেই হবে। এটি সব প্রাণীর জন্য সত্য। জীবজগৎ পানিনির্ভর। পানি ছাড়া পৃথিবী অচল। পানির প্রয়োজন সবার। তবে এ প্রয়োজনের মাত্রা...

মানবিক মুখোশের আড়ালে দানব মিল্টন, অসহায় মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।...

Recent Comments