Home চাকরির খবর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

দখিনের সময় ডেস্ক:
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে। প্রিলিমিনারিই বিসিএসের সবচেয়ে কঠিন ধাপ। সিলেবাস ও বিগত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণের আলোকে বিষয়ভিত্তিক প্রস্তুতি নিয়ে লিখেছেন ৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা রবিউল আলম লুইপা
৪৫তম বিসিএসে ক্যাডার পদ ২৩০৯টি, নন-ক্যাডার ১০২২টি। সবচেয়ে বেশিসংখ্যক জনবল নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ জন। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, সাধারণ শিক্ষায় ৪৩৭ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন, আনসারে ২৫ জন, কর ক্যাডারে ৩০ জন এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ আরো কিছু ক্যাডারে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারির প্রস্তুতি নিতে হবে এর সিলেবাস ও বিগত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে।
বাংলা ভাষা ও সাহিত্য (৩৫ নম্বর) : প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস অনুসারে বাংলা ভাষা অংশে ১৫ নম্বর এবং বাংলা সাহিত্য অংশে ২০ নম্বর বরাদ্দ আছে। বিগত বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে—বাংলা ভাষা অংশে ধ্বনি, শব্দ, বানান ও বাক্য শুদ্ধি, প্রত্যয়, পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমাস, বাক্য, বাগধারা, এককথায় প্রকাশ প্রভৃতি অধ্যায় থেকে প্রতি বিসিএসেই ২/১ নম্বরের প্রশ্ন করা হয়েছে। বাংলা সাহিত্য অংশের প্রাচীন ও মধ্যযুগের তুলনায় আধুনিক যুগ থেকে বেশি প্রশ্ন করা হয়েছে। আধুনিক যুগের কবি-সাহিত্যিকদের মধ্যে পিএসসির পুরনো সিলেবাসের ১১ জন সাহিত্যিক (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, কায়কোবাদ, ফররুখ আহমদ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন এবং বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন) থেকে প্রতিবছর নিয়মিতভাবে প্রশ্ন করা হয়। এ ছাড়া বিভিন্ন কাব্যগ্রন্থ, উপন্যাস ও নাটকের লেখক ও চরিত্র থেকেও সাধারণত প্রশ্ন করা হয়। প্রস্তুতির সময় ভাসা ভাসা না পড়ে বিস্তারিতভাবে পড়লে প্রিলির পাশাপাশি লিখিত পরীক্ষার বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশে ভালো করার সম্ভাবনা বাড়বে। এ বিষয়ে সাহিত্য অংশে কিছু আনকমন প্রশ্ন আসতে পারে, তাই ব্যাকরণ অংশ দিয়ে ভালো নম্বর নিশ্চিত করার চেষ্টা করুন।
বাংলা ভাষা ও সাহিত্য প্রস্তুতির জন্য ড. সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, অগ্রদূত, বাংলা জয়যাত্রাসহ বাজারে প্রচলিত যেকোনো প্রকাশনীর বই থেকে প্রস্তুতি নেওয়া যেতে পারে ইংরেজি ভাষা ও সাহিত্য (৩৫ নম্বর) : প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস অনুসারে ইংরেজি ভাষা অংশে ২০ নম্বর এবং ইংরেজি সাহিত্য অংশে ১৫ নম্বর বরাদ্দ আছে। বিগত বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, ইংরেজি ভাষা অংশে Noun, Adjective, Verb, preposition, Number, Voice, Spelling, Phrase, Synonym-antonym প্রভৃতি অধ্যায় থেকে প্রতি বিসিএসেই ১-৩ নম্বরের প্রশ্ন করা হয়। ইংরেজি সাহিত্য অংশে William Shakespeare, GB Shaw, TS Eliot, WB Yeats বিভিন্ন সাহিত্যিকের সৃষ্টকর্ম থেকে প্রায় সব বিসিএসের প্রিলিতেই প্রশ্ন করা হয়। এর বাইরে ইংরেজি সাহিত্যের বিভিন্ন টার্ম ও উক্তি থেকেও নিয়মিত প্রশ্ন করা হয়। স্কুল-কলেজ পর্যায়ে ইংরেজি ব্যাকরণ পড়ানো হলেও প্রায় সব পরীক্ষার্থীর জন্যই ইংরেজি সাহিত্য একটি নতুন বিষয়। তাই ইংরেজি সাহিত্যে ভালো দখল আনার জন্য একই পড়া কয়েকবার চর্চা করতে হবে।
একেকবার একেক ইংরেজি সাহিত্যিকের ওপর প্রশ্ন করার কারণে প্রায় সব সাহিত্যিকের সাহিত্যকর্ম সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনি ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী না হলে এই অংশে প্রচুর শ্রম দিয়েও ৯-১০ নম্বরের বেশি নম্বর পাওয়া কঠিন। তাই এই অংশে অল্প সময় দিতে ৭-৮ নম্বরের মধ্যে সন্তুষ্ট থাকাই বুদ্ধিমানের কাজ হবে। সাহিত্য অংশের ছেড়ে দেওয়া নম্বরের ঘাটতি পূরণের জন্য গ্রামার অংশে বেশি জোর দিন।
ইংরেজি গ্রামারের জন্য English for Competitive Exam, Master প্রভৃতি এবং ইংরেজি সাহিত্যের জন্য A Practical Handbook On English Literature, Gateway-সহ বাজারে প্রচলিত যেকোনো প্রকাশনীর বই থেকে প্রস্তুতি নেওয়া যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের চিন্ময় গ্রেফতারে ভারতের বিজেপি নেতার ‍উষ্মা, সীমান্ত অবরোধের ডাক

দখিনের সময় ডেস্ক: গুরুতর অভিযোএগ গ্রেফতার হয়েছেন বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। ‍এ ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা পশ্চিমবঙ্গ বিধানসভার...

আওয়ামী ভুতে আক্রান্ত ওসি!

দখিনের সময় ডেস্ক: স্বৈরাচারী শেখ হাসিনার আমলে পুলিশের বাড়াবাড়ি চরমে পৌছেছিলো। এদের অনেকের কথাবার্তায় লাগাম ছিলো না। ‍এরা ছিলো আওয়ামী ভুতে আক্রান্ত। ৫ আগস্ট আওয়ামী...

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

Recent Comments