Home আন্তর্জাতিক দুই ছিনতাইকারীকে জীবন্ত পুড়িয়ে মারল উত্তেজিত জনতা

দুই ছিনতাইকারীকে জীবন্ত পুড়িয়ে মারল উত্তেজিত জনতা

দখিনের সময় ডেস্ক:
ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটকের পর জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে পাকিস্তানে। গত শুক্রবার উত্তর করাচিতে রোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
জিও টিভি বলছে, শুক্রবার উত্তর করাচির এল-১ সেক্টরের বাসিন্দারা দুই ছিনতাইকারীকে পুড়িয়ে হত্যা করেছেন। ওই দুই ছিনতাইকারী স্থানীয় এক বাসিন্দার মূল্যবান সামগ্রী ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করেন। দেশটির উদ্ধারকারী একাধিক সূত্র বলেছে, আটকের পর স্থানীয়রা প্রথমে ওই দুই ছিনতাইকারীকে বেধড়ক মারপিট করেন। পরে তাদের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে উদ্ধারকারীরা পৌঁছে তাদের মরদেহ পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান।
উত্তর করাচির পুলিশ কর্মকর্তা মারুফ উসমান জিও টিভিকে বলেন, ছিনতাইকারী আটকের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতার দেওয়া আগুনে নিহত দুই ছিনতাইকারী হলেন মুহাম্মদ ইমরান ও নাদির হুসাইন। পুলিশ বলছে, নিহত দুজনের বিরুদ্ধে অতীতে অপরাধের সাথে জড়িত থাকার রেকর্ড রয়েছে। তাদের মধ্যে নাদির হুসাইনের বিরুদ্ধে কোরাঙ্গী, মালির ও সেন্ট্রাল করাচি জেলায় এবং ইমরানের নামে পশ্চিম করাচি জেলায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ বলেছে, জিবরান নামের স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই দুই ছিনতাইকারী। পুলিশের তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়ার চেষ্টার সময় জিবরান ছিনতাইকারীদের আটক করার জন্য চিৎকার শুরু করেন এবং স্থানীয়দের সহায়তা চান। এ সময় উত্তর করাচির এল-১ সেক্টরের স্থানীয় দোকানীরা তাদের ধরে ফেলেন।
ছিনতাইকারীরা গুলি চালানোর চেষ্টা করলেও তা বন্দুকে আটকে যায়। পরে স্থানীয়রা তাদের আটকের পর বেধড়ক মারধর করেন এবং সেখানকার প্রধান সড়কে তাদের নিয়ে এসে আগুন ধরিয়ে দেন। এতে ঘটনাস্থলেই ওই দুই ছিনতাইকারীর প্রাণহানি ঘটে। ছিনতাইকারীদের কাছ থেকে অস্ত্র, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: জিও টিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের চিন্ময় গ্রেফতারে ভারতের বিজেপি নেতার ‍উষ্মা, সীমান্ত অবরোধের ডাক

দখিনের সময় ডেস্ক: গুরুতর অভিযোএগ গ্রেফতার হয়েছেন বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। ‍এ ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা পশ্চিমবঙ্গ বিধানসভার...

আওয়ামী ভুতে আক্রান্ত ওসি!

দখিনের সময় ডেস্ক: স্বৈরাচারী শেখ হাসিনার আমলে পুলিশের বাড়াবাড়ি চরমে পৌছেছিলো। এদের অনেকের কথাবার্তায় লাগাম ছিলো না। ‍এরা ছিলো আওয়ামী ভুতে আক্রান্ত। ৫ আগস্ট আওয়ামী...

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

Recent Comments