Home প্রযুক্তি আইওএস হালনাগাদ করল অ্যাপল

আইওএস হালনাগাদ করল অ্যাপল

দখিনের সময় ডেস্ক:
নিজেদের আইওএস অপারেটিং সিস্টেম হালনাগাদ করেছে অ্যাপল কম্পিউটার। গত বৃহস্পতিবার থেকে আইওএস ১৬.৪–এর প্রথম বেটা সংস্করণ পরীক্ষামূলকভাবে চালু করে অ্যাপল। প্রাথমিকভাবে প্রোগ্রামার বা ডেভেলপাররা হালনাগাদ করা এ সংস্করণ ব্যবহারের সুযোগ পাবেন। এ সংস্করণে ইমোজি ও সাফারি ব্রাউজারের উন্নতিসহ বেশ কিছু সুবিধা যোগ হচ্ছে। যেমন সাফারি ব্রাউজারে হোম স্ক্রিনে ব্যাজেস ও নোটিফিকেশন পাঠানো যাবে। আর তৃতীয় পক্ষের ব্রাউজারের ব্যবহারও আরও উন্নত করা হয়েছে নতুন সংস্করণে।
যেমন এ ধরনের অ্যাপগুলো এখন থেকে ব্যবহারকারীকে তাদের হোম স্ক্রিনে ওয়েবসাইট সংযোগ করার অনুমতি দিতে পারবে। থাকছে ফাইভ-জির স্বতন্ত্র নেটওয়ার্ক সুবিধা। কিবোর্ড অ্যাপেও নতুন কিছু সংযোজন থাকছে। এ ছাড়া আরও বেশ কিছু সমস্যার সমাধান করা হয়েছে এ সংস্করণে। যেমন এখন থেকে ব্যবহারকারী ওয়ালেট অ্যাপে পরিচয়পত্র যোগ করতে বা উপস্থাপন করতে পারবেন। লাইব্রেরিতে থাকা অ্যাপল পডকাস্টও আরও উন্নত করা হয়েছে। পর্দা সব সময় চালু থাকার সুবিধায় নতুন সংযোজন থাকছে। মিউজিক অ্যাপেও আইকন পরিবর্তন এবং নিচের দিকে ছোট নোটিফিকেশন বার সুবিধাসহ বেশ কিছু নতুনত্ব থাকছে।
এক ঘোষণায় অ্যাপল জানায়, আইওএস ১৬.৪ বেটা সংস্করণ চালু করা শুরু হয়েছে। প্রাথমিকভাবে হালনাগাদকৃত সংস্করণটি কেবল নির্মাতারা পাবেন। তবে তাঁরা নতুন সংস্করণের প্রোফাইল বিনিময় করতে পারবেন না। এ হালনাগাদ সেটিংস অ্যাপে নির্মাতার অ্যাপল আইডিতে সংযুক্ত হয়ে বেটা সংস্করণের অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments