Home চাকরির খবর আবারও কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে মেটা

আবারও কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে মেটা

দখিনের সময় ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আবারও নতুন করে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। চলতি সপ্তাহেই প্রতিষ্ঠানটি কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে বলে এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত বছরের অক্টোবরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে ফেসবুক, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ। সে সময় বলা হয়েছিল, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর গত ১৮ বছরে এটাই প্রথমবারের মতো কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। এবারও কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মেটা পরিচালক ও ভাইস প্রেসিডেন্টদের ছাঁটাই করা যেতে পারে এমন কর্মীদের তালিকা তৈরি করতে বলেছে। এই তালিকা দেখে শিগগির তাঁদের ছাঁটাই করা হবে। এ বিষয়ে গতকাল সোমবার জানতে চাইলে মেটার একজন মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
সংশ্লিষ্টরা বলছেন, কর্মী ছাঁটাইয়ের এই ধাপ আগামী সপ্তাহেই চূড়ান্ত হতে পারে। যাঁরা এ পরিকল্পনায় কাজ করছেন, তাঁরা আশা করছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ তাঁর তৃতীয় সন্তানের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। চলতি ২০২৩ সালকে মেটার জন্য ‘দক্ষতার বছর’ হিসেবে ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। মেটা জানায়, চলতি বছর তাদের ব্যয় ৮৯ থেকে ৯৫ বিলিয়ন ডলার, অর্থাৎ ৮ হাজার ৯০০ কোটি থেকে ৯ হাজার ৫০০ কোটি ডলারের মধ্যে থাকবে। এ জন্য প্রতিষ্ঠানটি নতুন করে আরও কর্মী ছাঁটাই করবে বলে মনে গুঞ্জন রয়েছে। সে জন্য বাজেট চূড়ান্ত করতে বিলম্ব করছে প্রতিষ্ঠানটি। তবে এবার ঠিক কত কর্মী ছাঁটাই হতে পারে, তা জানা যায়নি। এর আগে করোনা–পরবর্তী সময়ে বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ইস্যু নিয়ে সমালোচনার মুখে পড়ে মেটা। এর মধ্যেই প্রতিষ্ঠানটি জানিয়েছিল, সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবং তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা ভাতা বাড়ানো হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি মেটার পক্ষ থেকে জানানো হয়, জাকারবার্গ ও তাঁর পরিবারের সদস্যরা বছরে মোট ১ কোটি ৪০ লাখ ডলার নিরাপত্তা ভাতা পাবেন। আগে এর পরিমাণ ছিল ৪০ লাখ ডলার। সেই হিসাবে, নিরাপত্তা ভাতা বাড়ানো হয়েছে ১ কোটি ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments