Home নির্বাচিত খবর ব্ল্যাকমেইল করে প্রবাসীর স্ত্রীকে বিয়ে করে এস আই আওলাদ

ব্ল্যাকমেইল করে প্রবাসীর স্ত্রীকে বিয়ে করে এস আই আওলাদ

দখিনের সময় ডেস্ক:
এসআই মো. আওলাদ হোসেনের  স্ত্রী রিনা বেগম মানিকগঞ্জের বাইচাইল গ্রামের বাসিন্দা। রিনা বেগমের দ্বিতীয় স্বামী এসআই আওলাদ। রিনা দুই সন্তানের জননী। প্রেমের সম্পর্কে জড়িয়ে আওলাদ রিনা বেগমকে বিয়ে করেন। রিনা বেগমের প্রথম স্বামী ছিলেন সৌদি প্রবাসী।
এক বছর আগে ফেসবুকের মাধ্যমে আওলাদের সঙ্গে রিনা বেগমের পরিচয় হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। রাজধানীর একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে তাকে আওলাদ বিয়ে করেন। তার কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন চলতি বছরের ৪ জানুয়ারি কিশোরগঞ্জে ৫ লাখ টাকা কাবিনে বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের কয়েক দিন পর যৌতুকের জন্য তাকে অমানবিক নির্যাতন করতে থাকে। নির্যাতনের ঘটনায় তিনি আওলাদের বিরুদ্ধে মানিকগঞ্জ আদালতে একটি যৌতুক আরেকটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
রিনা বেগমের অভিযোগ, তার স্বামী পুলিশের এসআই আওলাদ হোসেন বর্তমানে বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত রয়েছেন। মানিকগঞ্জ আদালতে তার বিরুদ্ধে করা যৌতুক মামলায় কয়েক দিন আগে আওলাদকে মুলাদি থানা থেকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।  আওলাদ এ ক্ষোভে তাকে ভরণপোষণ দিচ্ছে না। তাই বাধ্য হয়ে তিনি তার ভোলার বাসায় অবস্থান নিয়েছেন। কিন্তু তার অবস্থানের খবর পেয়ে বাসায় তালা মেরে পালিয়ে গেছে আওলাদের পরিবার।
ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন জানান, আওলাদ তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছে। সে তার স্ত্রীকে নিয়ে আর সংসার করতে চাচ্ছে না। ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, এমন ঘটনা পুলিশের জানা নেই। কোনো অভিযোগ পেলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।
ভোলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন, ভরণপোষণ না দেওয়া, মামলা তদন্তে ক্ষমতার অবৈধ ব্যবহারসহ নানা অভিযোগ উঠেছে। আজ বুধবার (৮ মার্চ) সকালে ভরণপোষণের দাবিতে এসআই মো. আওলাদ হোসেনের ভাড়া বাড়িতে অবস্থান নিয়ে এসব অভিযোগ করেন তার স্ত্রী রিনা বেগম। এদিকে রিনা বেগমের অবস্থান টের পেয়ে বাসায় তালা দিয়ে পালিয়ে গেছে আওলাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments