Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গের নির্বাচনে সহিংসতায় নিহত ৫

পশ্চিমবঙ্গের নির্বাচনে সহিংসতায় নিহত ৫

দখিনের সময় ডেক্স ॥

তবে সিআইএসএফের মুখপাত্র অনিল পাণ্ডে বলেছেন, ‘উত্তেজিত জনতা কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করায় আত্মরক্ষার্থে গুলি চালায় সিআইএসএফ।’

তৃণমূল কংগ্রেস মনে করছে, এই ঘটনা ঘটানো হয়েছে হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টির চেষ্টায়, যাতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মনে করেন ভারতীয় বাহিনীকে মুসলিমরা আক্রমণ করছেন। এর উদ্দেশ্য হিন্দুদের ভোট এক জায়গায় নিয়ে আসা।

ঘটনাকে বিকৃত করার প্রয়াস বিজেপির একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া চার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, রাজীব বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র খান দাবি করেছেন শীতলকুচিতে স্থানীয় জনতা সিআইএসএফকে আক্রমণ করেছিল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গুরুতর আহত এক সিআইএসএফ কর্মকর্তা বলছেন, শীতলকুচিতে তাঁকে আক্রমণ করা হয়েছিল। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এটি একটি ফেক (ভুয়া) ভিডিও। ওই কর্মকর্তা আক্রান্ত হয়েছিলেন ঠিকই, তবে ঘটনাটি ঘটেছিল পূর্ব ভারতের রাজ্য ঝাড়খন্ডে আর তাঁকে কোনো মানুষ আক্রমণ করেনি। ঝাড়খ-ের বাগমারা জঙ্গলে গত শুক্রবার তাঁকে আক্রমণ করেছিল বাঁদরের দল। তৃণমূল কংগ্রেসের দাবিকে সঠিক বলে জানিয়েছে ইন্টারনেটে তথ্যের সত্যতা যাচাইকারী সংস্থা ‘অল্ট নিউজ’। বিজেপির নেতারা বারবার বলে আসছেন, নির্বাচনে শীতলকুচির মতো জায়গায় জায়গায় আরও গুলি চালানো হবে।

এদিকে বুধবার শীতলকুচিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম সস্প্রদায়ের যে চারজন মারা গেছেন তাঁদের পরিবার ও হিন্দু সস্প্রদায়ের যে একজন মারা গেছেন তাঁর পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। হিন্দু সস্প্রদায়ের যিনি মারা গেছেন তিনি তৃণমূলের হাতে মারা গিয়েছেন বলে প্রচারমাধ্যম জানিয়েছে। মমতা বলেছেন, নির্বাচন হয়ে গেলে ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেও কী ধরনের সাহায্য বা ক্ষতিপূরণ দেওয়া হতে পারে, নির্বাচনী বিধি ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকার কারণে মুখ্যমন্ত্রী তা জানাননি। তাঁর আজকের সভা নিয়ে কোনো উত্তেজনা ছড়ায়নি।

এদিকে পশ্চিমবঙ্গসহ ভারতজুড়ে কোভিড সংক্রমণ বৃদ্ধির পাওয়ায় সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট বাকি দফার ভোটে কোনো রকম বড়সড় জমায়েত করবে না। অনলাইনে ও বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দেওয়ার কথাই তারা বুধবার জানিয়েছে। এই প্রথম কোনো রাজনৈতিক দল কোভিডের কারণে ভোটের প্রচারে বড়সড় প্রচার না করার সিদ্ধান্ত নিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

Recent Comments