দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ ও যুক্তরাজ্য আজ কপ২৬ ও কপ২৭-এর সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয়ভাবে জলবায়ু কর্মসূচিতে একসঙ্গে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ রোববার প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিজ নিজ পক্ষে ‘বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু চুক্তি’ শীর্ষক চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষরের পর আলম বলেন, এখন থেকে বাংলাদেশ ও ব্রিটেন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ করে কপ ২৬ ও কপ ২৭-এর সুপারিশ বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে। বিশেষ করে আমরা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়টি বাস্তবায়নে একসাথে কাজ করব। ট্রেভেলিয়ান শুক্রবার নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেন।