Home প্রযুক্তি বিং সার্চ ইঞ্জিনের দৈনিক ব্যবহারকারী ১০ কোটি ছাড়িয়েছে

বিং সার্চ ইঞ্জিনের দৈনিক ব্যবহারকারী ১০ কোটি ছাড়িয়েছে

দখিনের সময় ডেস্ক:
মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ের নতুন সংস্করণের এক মাসের মধ্যে এর ব্যবহারকারী বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট চ্যাটজিপিটি সমৃদ্ধ সার্চ ইঞ্জিনে এখন দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটির মাইলফলক ছাড়িয়েছে। সার্চ ইঞ্জিনটি ২০০৯ সালে যাত্রা শুরুর পর বিগত এক যুগের বেশি সময় ধরে এক দিনে এত ব্যবহারকারী পায়নি।
মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, ‘আমরা বিংয়ের এ সাফল্য উপভোগ করছি। তবে এ সংখ্যা আমাদের জন্য রেকর্ড হলেও ব্রাউজার হিসেবে শীর্ষে যেতে এটি উল্লেখযোগ্য কিছু নয়। আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে।’ তিনি বলেন, ‘আগে কখনও বিং ব্যবহার করেননি এমন ইন্টারনেট ব্রাউজাররাও সার্চ ইঞ্জিনটিতে আসছেন। অনেকে এখন নিয়মিত বিং ব্যবহার করছেন। বিংয়ে সার্চ করেন এমন ব্যবহারকারীর মধ্যে এক-তৃতীয়াংশই নতুন। এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমরা ব্যবহারকারীদের জন্য সার্চ ও গতানুগতিক উত্তরের বাইরে এসে চ্যাটিং অভিজ্ঞতা যোগ করেছি। বিষয়টি ব্যবহারকারীদের জন্য উপভোগ্য হয়ে উঠেছে।’
মাইক্রোসফট মনে করছে, বিংয়ে চ্যাটজিপিটির ‘প্রমিথিউস’ শীর্ষক এআই মডেল সার্চ ফলাফলে তুলনামূলক প্রাসঙ্গিক উত্তর আসায় এটি ব্যবহারকারীদের বেশি টানছে। নতুন সংস্করণের বিং চালুর পর এ প্ল্যাটফর্মে এখন পর্যন্ত সাড়ে ৪ কোটির বেশি কথোপকথন হয়েছে।
সূত্র : বিজনেস ইনসাইডার, দ্য ভার্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments