দখিনের সময় ডেস্ক:
‘পুষ্পকলি সাহিত্য সম্মেলন ও কবি কুসুমকুমারী দাশ পদক ২০২২ প্রদান অনুষ্ঠান’ কাল শনিবার (১৮ মার্চ)। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবনে এ অনুষ্টান উদ্বোধন করা হবে সকাল ১০:০০ টায়। চলবে রাত ১০টা র্পযন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ।
প্রধান আলোচক থাকবেন বাংলা একাডেমির চেয়ারম্যান, কথা সাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এড.ড.গাজী সিরাজুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন শিশু সাহিত্যিক রহিম শাহ, কবি রামচন্দ্র দাশ। সন্মানিত বিশেষ অতিথি এবং আলোচক অতিরিক্ত সচিব কবি শহীদুল আলম, এন্টি টেররিজম ইউনিট-এর প্রধান এস এম রুহুল আমিন, লেখক ও গবেষক জেনেন্দ্রনাথ সরকার, মহিলা সংস্থা উপ-পরিচালক আবেদা আকতার, পানি উন্নয়ন বোর্ড উপ মহা-পরিচালক অজিয়র রহমান, টাংগাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জার্মান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি)খান লিটন প্রমুখ।