Home প্রযুক্তি ভৌতিক আর কালোজাদুর গেম

ভৌতিক আর কালোজাদুর গেম

দখিনের সময় ডেস্ক:
আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই এ বছর বেশ কিছু নির্মাতা নতুন সব গেম প্রকাশ করছেন। ‘প্যারানর্মাসাইট : দ্য সেভেন মিস্ট্রিজ অব হনজো’ গেমটিও হঠাৎই বাজারে এসেছে আর খুব দ্রুতই গেমারদের মন জয় করে নিয়েছে।
প্যারানর্মাসাইট গেমটি খেলা উচিত একেবারে কোনো কিছু তার সম্পর্কে না জেনেই, যাতে গেমটির চমৎকার সব সারপ্রাইজ একেবারেই নষ্ট না হয়ে যায়। নির্মাতা স্কয়ার ইনিক্সের তৈরি এই হরর, রহস্য ভিজ্যুয়াল উপন্যাস ঘরানার গেমে থাকছে ভয়ংকর সব কাল্টের বলি দেওয়ার আচার-অনুষ্ঠানের বর্ণনা, ভৌতিক সব কাণ্ডকারখানা, ভয়াবহ অভিশাপ এবং কালোজাদুবিদ্যা নিয়ে তৈরি অসাধারণ এক কাহিনি। যাঁরা হরর আর ভিজ্যুয়াল নভেল ঘরানার গেমগুলো খেলে ওস্তাদ হয়ে গেছেন, তাঁরাও প্যারানর্মাসাইটের ধাঁধা আর চমকে দেওয়া কাহিনির মোড়গুলো ধরতে পারবেন না। ডানগানোপা বা জিরো এসকেপ গেমগুলোর ছোট সাইজের সংস্করণ বলা যায় প্যারানর্মাসাইট, শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য-রোমাঞ্চ দুটিই ধরে রাখবে।
মূল চরিত্রটির নাম শোগো ওকিয়ে, খুব সাধারণ এক অফিসকর্মী। একদিন মধ্যরাতে তার বন্ধু ইয়োকো ফুকুনাগাকে নিয়ে সে কিনশিবোরি পার্কে হাজির হয়। তাদের লক্ষ্য, পার্কে ভূত থাকার গুজব এবং হনেজার সাত রহস্যের আসলেই বাস্তবে ছিটাফোঁটা কিছু আছে কি না, সেটা খতিয়ে দেখা। ইয়োকো বারবার শোগোকে থামানোর চেষ্টা করলেও শোগো কিছুতেই বিশ্বাস করতে চায় না এই গুজবের সঙ্গে রেজারেকশন রাইটসের মাধ্যমে মৃতদের ফিরিয়ে আনার কোনো সম্পর্ক আছে। শোগোর পাশাপাশি আরো কিছু চরিত্রও নানা কারণে হানেজার সাত রহস্য সমাধানের চেষ্টা করছে দেখা যাবে, আর সেগুলো ঘিরে চলতে থাকবে গেমের কাহিনি। সবার শেষে গেমারকে একটি প্রশ্নেরই উত্তর দিতে হবে, কাউকে ফিরিয়ে আনার জন্য কত দূর তারা যেতে রাজি?
ভিজ্যুয়াল নভেল ঘরানার গেমগুলোতে গ্রাফিকসের তেমন বালাই নেই। এর পরও স্কয়ার ইনিক্স ৩৬০ ক্যামেরায় জাপানের শোয়া শহরটিতে ছবি তুলেছে এবং ভিডিও ধারণ করেছে, যাতে প্রতিটি দৃশ্যে বাস্তব শহরের অভিজ্ঞতা পাওয়া যায়। এ ছাড়া সুমিদা শহরের পর্যটন বিভাগ, সেখানকার জাদুঘর এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাহায্যে শহরটির সব তথ্য সর্বোচ্চ নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করেছে। পটভূমির পাশাপাশি গেমটির গ্রাফিকস ও ডিজাইনও চেষ্টা করা হয়েছে অ্যানিমে বা মাঙ্গার স্টাইলে করার জন্য, যাতে জাপানি হরর গল্পের পরিবেশটা অটুট থাকে।
পুরো গেমটি খেলে শেষ করতে ১০ ঘণ্টার মতো সময় লাগবে। তবে কোনোভাবেই গেমটি অপ্রাপ্তবয়স্কদের জন্য নয়। খেলতে তেমন শক্তিশালী পিসিরও দরকার নেই, ছয় থেকে আট বছরের বেশি পুরনো না হলেই চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments