Home শীর্ষ খবর নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

দখিনের সময় ডেস্ক:
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।  এ বিজ্ঞপ্তির অনুলিপি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভাগীয় সাংগঠনিক বরাবর পাঠানো হয়।
কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের তিন নেতাকে নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায়’ এ সুপারিশ করেছে তারা। মঙ্গলবার(২২ মার্চ) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ।
সভায় অংশ নেওয়া জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, নিক্সন চৌধুরীর বক্তব্যর প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যাানার্জি প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব তোলেন। সভায় তা সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ স্বাক্ষরিত দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ, ফরিদপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কাজী জাফরউল্লাহ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জামাল হোসেন মিয়াকে নিয়ে প্রকাশ্য মাইকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগ বিস্মিত ও মর্মাহত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গরমও আসে ভারত থেকে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের...

বৃষ্টিপাতের সম্ভাবনা, আর বাড়বে না তাপমাত্রা

দখিনের সময় ডেস্ক: নতুন করে তিন দিনের হিল অ্যালার্ট জারি হলেও চলতি সপ্তাহের শেষ থেকেই উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী মাসের শুরুতে মোটামুটি...

আমার লাশটি কাদের ভাইকে উৎসর্গ করে গেলাম

কলামের শিরোনাম দেখে যে কারও মনে একাধিক প্রশ্ন দেখা দিতে পারে। এর মধ্যে দুটি প্রধান। এক. যেখানে সরকারি দফাদারকেও ‘স্যার’ বলার অঘোষিত বাধ্যবাধকতা দাঁড়িয়ে...

প্রতি বছর বিশ্বে সাপের কামড়ে মারা যায় দেড় লাখ মানুষ

দখিনের সময় ডেস্ক: প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে ৪৫ থেকে ৫৫ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এর মধ্যে ৮০ হাজার থেকে ১লাখ ৪০ হাজারের...

Recent Comments