Home বরিশাল বরগুনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 'সবুজ মানব প্রাচীর' গড়েছে গ্লোবাল ল’ থিংকার্স বরগুনা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ‘সবুজ মানব প্রাচীর’ গড়েছে গ্লোবাল ল’ থিংকার্স বরগুনা

স্টাফ রির্পোর্টার

গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি’র আয়োজনে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ‘সবুজ মানব প্রাচীর’ করে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন বরগুনা সদর উপজেলার উরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল সাড়ে ১০ টার দিকে ২৬ মিনিটের জন্য “সবুজ মানব প্রাচীর” করা হবে এবং জলবায়ু পরিবর্তন জনিত দাবি বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে।

সেই সাথে বরগুনায় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি নিয়ে বরগুনা জেলা প্রশাসক এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি’র সদস্যরা।

তারা সেকালের সেই প্রাকৃতিক রুপ ফিরিয়ে সবুজের সমারোহে ভরে দিতে চায় এই সবুজ বাংলার বুক। দীর্ঘ শ্বসে নয়, বরং প্রতিটি নিশ্বসে থাকবে সবুজের ঘ্রাণ। যে ঘ্রাণ হৃদয়কে সতেজতা দিবে অমলিন। দলান-কোঠার ভীড় ভেদ করে গড়ে উঠবে মাথা উঁচু করে সবুজ আর সুবজ। আকাশে উড়বে মুক্ত মনে পাখিরা। তাল গাছে বাবুইরা বাঁধবে বাসা। এমন সব প্রত্যাশা এই সংগঠনটির।

প্লাস্টিক বর্জনসহ সব ধরনের প্রাকৃতিক ক্ষতি সাধন হয়, এমন জিনিসকে বর্জন করার পাশাপাশি বেশি বেশি গাছ রোপনের মাধ্যমে সবুজের এ বাংলাদেশকে আরো সবুজময় করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা এই সংগঠনটি সবুজ মানব প্রাচীর গড়ার পাশাপাশি তৈরি করবে মানব পতাকা ও মহান স্বাধীনতাকে শ্রদ্ধা জ্ঞাপনে ‘২৬’ গড়ে তোলা হবে। যে পতাকাটি বহন করবে সবুজময় বাংলাদেশকে।

জিএলটিএস এর চিফ অপারেটিং অফিসার মাহিন মেহরাব অনিক বলেন, মহান স্বাধীনতা দিবসে ‘সবুজ যুদ্ধ, সবুজে মুক্তি’ প্রতিপাদ্যকে ধারণ করে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি বিশ্ব রেকর্ড গড়তে “সবুজ মানব প্রাচীর” তৈরি করার উদ্যোগ গ্রহন করে। যা আজ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশব্যাপী ‘সবুজ মানব প্রাচীর’ করে ১ মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।

পরিবেশ দূষিত হয়, এমন কোন কিছু ব্যবহার থেকে বিরত থাকতে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেই বন্ধুকে পরিচিত করতে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের সামনে আলোচনা করেন, জিএলটিএস এর চিফ অপারেটিং অফিসার মাহিন মেহরাব অনিক, মেন্টর জান্নাতুল ফেরদৌস ইমন।

এসময় উরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ রাজ্জাক, সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, মিজানুর রহমান, নুসরাত জাহান কনা, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক শাহ্ আলী, দৈনিক স্বাধীন বাণী পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সানাউল্লাহ রিয়াদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জিএলটিএস এর সদস্য বৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বিদ্যালয় প্রাঙ্গণে দুটি ফুল গাছ রোপণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments