Home জাতীয় নাশকতার ঘটনা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা: আইজিপি

নাশকতার ঘটনা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা: আইজিপি

দখিনের সময় ডেস্ক:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাশকতার কোনো ঘটনা থাকলে কমিটির তদন্তে তা বেরিয়ে আসবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আসার পর বেলা সোয়া তিনটার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন। র‍্যাব-বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছেন। সবার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের একটি ব্যারাকে আগুন লাগে। আমাদের সব সদস্য নিরাপদে বের হতে পেরেছেন। তবে মালামাল বের করতে পারেনি। ডকুমেন্টস ও মালামালের কী ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে।’
আইজিপি বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি। পৌনে ৭টার মধ্যে সব সিনিয়র অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আমরা এসে ভয়াবহ আগুন দেখি। তখন থেকেই ফায়ার সার্ভিস কাজ করে। আমরা রাজারবাগ থেকে পাঁচটি ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় দুই লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি। পুলিশের প্রায় দুই হাজার ফোর্স এই এলাকায় দায়িত্ব পালন করছে।’
ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা দেশে টাস্কফোর্স গঠন

দখিনের সময় ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি, সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে এ ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে অতিরিক্ত...

তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

দখিনের সময় ডেস্ক: আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির...

শত শত শিক্ষক ভিসি হতে চান, শিক্ষা উপদেষ্টার ক্ষোভ

দখিনের সময় ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক ভিসি হতে চান, ক্লাসে পড়াতে চান না। কেউ ভিসি, কেউ প্রো-ভিসি হতে চান। ক্ষোভের সঙ্গে এ মন্তব্য করেছেন...

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, ৫০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

দখিনের সময় ডেস্ক: প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর আছে। প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রায় ৫০০ কোটি টাকার অনুদান দিচ্ছে বিশ্বকাপ। ইউনিসেফ ও গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই)...

Recent Comments