দখিনের সময় ডেস্ক:
কলকাতার এক প্রযোজকের সঙ্গে বড় ধরনের ঝামেলায় জড়িয়ে গেছেন টলিউডের নামী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি ভয়ঙ্কর হুমকিতে আছেন। তার বিকৃত ছবি ছড়ানোর হুমকী দেয়া হচ্ছে। অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ নামে বাংলা ছবির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে তাঁকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ছবির অন্যতম প্রযোজকের বিরুদ্ধে স্বস্তিকা মুখার্জির অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তাঁর ছবি বিকৃত করে নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হবে বলেও অভিযোগ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। স্বস্তিকা দাবি করেছেন, দীর্ঘ এক মাস ধরে ইমেলে তাঁকে হেনস্থা করা হচ্ছে। ছবির দুই প্রযোজক সন্দীপ সরকার এবং অজন্তা সিংহ রায়। সন্দীপ আমেরিকাবাসী। স্বস্তিকা জানান, চুক্তিপত্রে অজন্তা সিংহের স্বাক্ষর ছিলো। সন্দীপও যে প্রযোজক সেটা তিনি সবেই জেনেছেন।
স্বস্তিকা বলেন, বিগত এক মাস ধরে সন্দীপ সরকার আমাকে ইমেলে হুমকি দিচ্ছেন। কি ধরনের ছবি নেটে ছড়িয়ে দেবেন, সেই নমুনাও পাঠিয়েছেন আমাকে। প্রথমে কিছু বলিনি। কিন্তু শেষে ধৈর্যের বাঁধ ভাঙতে আমি পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম।
গত ২১ মার্চ গলফ গ্রিন থানায় বিষয়টা জানিয়ে অভিযোগ দায়ের করেন স্বস্তিকা। অভিনেত্রীকে ঠিক কী ধরনের হুমকি দেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, তার বিরুদ্ধে মমতা সরকারের কাছে নালিশ জানানো ছাড়াও আমেরিকার ভিসা বাতিলের হুমকিও দেয়া হয়। কি নিয়ে ঝামেলা, তা জানতে চাইলে স্বস্তিকা বলেন, আমি জানি না। আমি নাকি ওদের থেকে টাকা চেয়েছি! কিন্তু চুক্তির বাইরে একটা টাকাও আমি নিইনি। আমাকে নাকি যোগাযোগ করে পাওয়া যায়নি। আরে, তা হলে আমার ম্যানেজার রয়েছেন কেন? তবে এখানেই অভিযোগের পালা শেষ নয়। স্বস্তিকা জানালেন, অভিনেত্রীর ছবি বিকৃত করে পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই প্রযোজক। স্বস্তিকার কথায়, আমার ছবি মর্ফ করা সেই ন্যুড ছবির স্যাম্পল ইমেলে পাঠিয়েছিলেন সন্দীপ সরকারের এক পরিচিত।
উল্লেখ্য, আশির দশকের হাওড়া শিবপুর অঞ্চলের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি থ্রিলার ছবি ‘শিবপুর’। স্বস্তিকা মুখার্জি ছাড়াও ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায়সহ আরো অনেকে।