Home আন্তর্জাতিক ভারতের মুসলিমদের ওপরে নির্যাতন হলে তাদের জনসংখ্যা বাড়ছে কীভাবে, প্রশ্ন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

ভারতের মুসলিমদের ওপরে নির্যাতন হলে তাদের জনসংখ্যা বাড়ছে কীভাবে, প্রশ্ন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

দখিনের সময় ডেস্ক:
ভারতে মোদি সরকারের আমলে মুসলিমদের জীবন কঠিন হয়েছে- এমন অভিযোগ উড়িয়ে দিয়ে দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উল্টো প্রশ্ন করেছেন- মুসলিমদের ওপরে ভারতে নির্যাতন হলে তাদের জনসংখ্যা বাড়ছে কীভাবে! যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্রশ্নের জবাবে সীতারামন বলেন, গোটা বিশ্বে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী ভারতে রয়েছে। তাদের জনসংখ্যাও বাড়ছে।
 পাকিস্তানের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ১৯৪৭-এর তুলনায় ভারতের মুসলিম জনসংখ্যা বেড়ে চললেও, পাকিস্তানে সংখ্যালঘুদের সংখ্যা কমেছে।  সীতারামনের এ বক্তব্য প্রসঙ্গে বিরোধীরা বলছেন, মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধিকে বিপদ হিসেবে দেখিয়ে যে প্রচার চালানো হয়, অর্থমন্ত্রীর কথায় তারই প্রতিফলন ফুটে উঠেছে। সীতারামন শুধু মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির কথাই বলছেন। মোদি জমানায় সংসদ থেকে বিজেপি শাসিত রাজ্যের বিধানসভাগুলোতে যে মুসলিমদের উপস্থিতি প্রবল হারে কমেছে, সে কথা বলেননি। কারণ বিজেপি কোনো মুসলিমকে প্রার্থীই করে না।
ওয়াশিংটনে পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকনমিকসে ভারতের অর্থনীতি নিয়ে এক আলোচনায় সীতারামনকে ভারতের মুসলিমদের অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সে প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এই ধারণা সত্যি হয়, বা বাস্তবেই রাষ্ট্রের মদতে মুসলিমদের জীবনযাপন কঠিন হয়ে উঠে থাকে, তা হলে কি ১৯৪৭-এর তুলনায় মুসলিমদের জনসংখ্যা বাড়ত? ১৯৪৭-এ একই সময় তৈরি হওয়া পাকিস্তানে সমস্ত সংখ্যালঘুর সংখ্যা কমছে। মুসলিমদের মধ্যে শিয়া, মোহাজিরদের সংখ্যা কমছে। ভারতে সব সম্প্রদায়ের মুসলিমেরা ব্যবসা করছেন, তাদের ছেলেমেয়েরা শিক্ষা পাচ্ছে, বৃত্তি পাচ্ছে।  তিনি আরও বলেন, ২০১৪ থেকে কোনো সম্প্রদায়ের জনসংখ্যা কমছে বা তাদের ওপরে বেশি মাত্রায় ঋণের বোঝা চেপেছে, এমন নয়। যারা ভারত সম্পর্কে নেতিবাচক রিপোর্ট তৈরি করেন, তাঁদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা নেই।
সীতারামনে এ বক্তব্যের সমালোনা করে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি বলেন, বিশ্বগুরুর অর্থমন্ত্রীর কাছে পাকিস্তানই মাপকাঠি। আর কত দিন মুসলিমদের পাকিস্তানের সঙ্গে জুড়ে দেখা হবে। লোকসভায় বিজেপির এক জনও মুসলিম সাংসদ নেই। তারা এই বিষয়টিকেই পদক হিসেবে বুকে ঝুলিয়ে ঘুরছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments