Home আন্তর্জাতিক তাপপ্রবাহে চরম ঝুঁকিতে ভারতের ৯০ শতাংশ এলাকা

তাপপ্রবাহে চরম ঝুঁকিতে ভারতের ৯০ শতাংশ এলাকা

দখিনের সময় ডেস্ক
তীব্র দাবদাহে পুড়ছে ভারত। রাজধানী দিল্লিসহ দেশটির ৯০ শতাংশ এলাকা চরম ঝুঁকিতে রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। তীব্র তাপপ্রবাহের কারণে দেশটির অর্থনীতি ও উন্নয়নও ঝুঁকিতে পড়ছে। তাপপ্রবাহ সরাসরি প্রভাব ফেলছে কৃষিকাজে, ফলে বাড়ছে খাদ্য সংকটের ঝুঁকি। পুরো ভারতজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। যা চলবে আগামী আরও কয়েকদিন। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়ে দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গসহ বেশিকিছু রাজ্যে সতর্কতা জারি হয়েছে। ওড়িশায় বন্ধ ঘোষণা হয়েছে স্কুল-কলেজ। তাপমাত্রার পারদ বাড়তে থাকায় বিদ্যুৎ ব্যবহারে চাপ বেড়েছে । এতে বিদ্যুৎ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। অতি গরমে হিট স্ট্রোকের শঙ্কাও বাড়ছে।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, এই দাবদাহে ভারতের ৯০ শতাংশ এলাকা অতি বিপজ্জনক অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষণায় বলা হয়, প্রবল তাপপ্রবাহ সরাসরি প্রভাব ফেলছে দেশটির কৃষিকাজে। এতে খাদ্য সংকটের আশঙ্কা বাড়ছে। প্রভাব পড়ছে স্বাস্থ্য ও অর্থনীতির ওপরও। কারণ অতিরিক্ত গরমে মানুষের কর্মক্ষমতাও কমবে। বিশেষ করে দিল্লি তীব্র তাপপ্রবাহের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রতিবেদনে বলা হয়েছে, অত্যধিক গরমে বাইরে কাজের পরিমাণ ১৫ শতাংশ কমে যেতে পারে। যা কমিয়ে দিতে পারে ৪৮ কোটি মানুষের জীবনযাত্রার মান। অতিরিক্ত তাপমাত্রার কারণে মৃত্যুর ঘটনাও ঘটছে।
এছাড়া ১৯৯২ সাল থেকে তাপপ্রবাহের কারণে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। উত্তর ভারতে বায়ু দূষণ বাড়ছে এবং হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। গবেষণা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতের দারিদ্র্য দূরীকরণ, অসুস্থতা হ্রাসের দীর্ঘমেয়াদি প্রচেষ্টা ব্যাহত হতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে দেখা যায়, ১৯০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের গড় তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। ১৯০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা বিশেষজ্ঞদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments