Home লাইফস্টাইল স্বাস্থ্য সুরক্ষায় ই-প্রেসক্রিপশনের গুরুত্ব

স্বাস্থ্য সুরক্ষায় ই-প্রেসক্রিপশনের গুরুত্ব

দখিনের সময় ডেস্ক:
মানবদেহের নানাবিধ শারীরিক সমস্যার কার্যকরী পদক্ষেপ হিসেবে আমরা ওষুধ সেবন করাকে প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু মানবদেহে এই ওষুধের ভুল প্রয়োগ মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। এমনকি মৃত্যুও হতে পারে। উন্নয়নশীল দেশে ওষুধ পর্যবেক্ষন ব্যবস্থা খুবই দুর্বল। ওষুধ ব্যবস্থাপনার এই দুর্বল কাঠামো একটি দেশের জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সারা বিশ্বে বিক্রিত ওষুধের ৫০ শতাংশই যথাযথ নিয়ম মেনে বিক্রি হয়না। একই সঙ্গে বিক্রিত ওষুধের বাকি ৫০ শতাংশ রোগীরা সঠিকভাবে সেবন করতে পারেনা। এই চিত্র আমাদের ওষুধ ব্যবস্থার ভয়াবহ দিক তুলে ধরেছে।
বাংলাদেশ বিশ্বের সপ্তম জনবহুল দেশ এবং ২০৫০ সাল নাগাদ এই জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অনেক কষ্টসাধ্য। ওষুধ কিনতে গেলে অনেক সময় হাতে লেখা প্রেসক্রিপশন নিয়ে রোগীদের বিপাকে পরতে হয়। হাতের লেখা বুঝতে না পারার কারণে অনেকে ভুল ওষুধ নিয়ে সেবন করে এবং পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগতে থাকে। অনেকেই ফার্মেসিতে যাওয়ার সময় প্রেসক্রিপশন নিতে ভুলে যান বা নিতে আগ্রহী হয়না। ই-প্রেসক্রিপশন স্মার্টফোনে সংরক্ষিত থাকলে যেকোনো সময় স্মার্টফোন থেকে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ কেনা সম্ভব।
ডকটাইমের বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্যসেবায় একটি অগ্রগামী নাম। ডকটাইমের মাধ্যমে ডাক্তার দেখানোর পর ব্যবহারকারীর অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে ই-প্রেসক্রিপশন পৌঁছে যায়। এই ই-প্রেসক্রিপশন ব্যবহারকারীর হেলথ রেকর্ডে আজীবনের জন্য সংরক্ষিত থাকে। ব্যবহারকারী যেকোনো সময় যতবার ইচ্ছা ই-প্রেসক্রিপশন দেখতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। পরবর্তীতে ফলো-আপ কনসালটেশনের সময় নতুন করে প্রেসক্রিপশনের নেওয়ার ঝামেলা থাকেনা। পাশাপাশি ওষুধের জেনেরিক নাম উল্লেখ করা থাকায় প্রেসক্রিপশনে উল্লিখিত ওষুধ না পাওয়া গেলেও ঐ নির্দিষ্ট গ্রুপের অন্য ব্রান্ডের ওষুধ কিনতে পারা যায়। সর্বোপরি ভুল ওষুধ কেনার সম্ভাবনা শূন্যের কোঠায় নেমে আসে। একজন রোগীর জন্য সঠিক ওষুধ সেবনের বিষয়টি নিশ্চিত হয়।
ই-প্রেসক্রিপশনের রয়েছে আরও কিছু সুবিধাঃ
 সঠিক ওষুধ ব্যবস্থাপনা
 নির্ভুল ওষুধ সেবন প্রক্রিয়া
 ওষুধের জেনেরিক নামের উল্লেখ
 তাৎক্ষণিক নোটিফিকেশন ও মেডিসিন রিমাইন্ডার
 ওষুধ ট্র্যাকিং
 প্রেসক্রিপশন সংরক্ষণ
 ডিজিটাল হেলথ রেকর্ড
রোগীর নিরাপত্তা এবং সঠিক ওষুধ ব্যবস্থাপনার জন্য ই-প্রেসক্রিপশন একটি কার্যকরী সমাধান। ডকটাইম অ্যাপ ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার আওতাভুক্ত। তাই যে কেউ বিনামূল্য এই সুবিধা উপভোগ করতে পারবেন। যে কেউ Google Play Store থেকে এই লিঙ্কের মাধ্যমে t.ly/iMDG ডকটাইম অ্যাপ ডাইনলোড করতে পারবেন। App Store থেকে ডাইনলোডের জন্য DocTime লিখে সার্চ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments