Home চাকরির খবর পিডিবিতে ৮১৮ পদে চাকরির সুযোগ

পিডিবিতে ৮১৮ পদে চাকরির সুযোগ

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সাতটি পদে লোকবল নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে মোট ৮১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিম্নমান হিসাব সহকারী পদে ৩০০ জন নেওয়া হবে। আবেদনের জন্য বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে। এ পদে বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।
ফার্মাসিস্ট/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পাবেন ২৫ জন। ডিপ্লোমা ইন ফার্মেসি/ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি/সমমান পাস হলে আবেদন করা যাবে। তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ ৪টি। আবেদনের যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা।
এ পদে বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)।
জুনিয়র স্টাফ নার্সের শূন্য পদ ১০টি। ডিপ্লোমা ইন নার্সিং পাস হলে আবেদন করা যাবে। এ পদে বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। ড্রেসার পদে নেওয়া হবে ছয়জন। আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।
মিডওয়াইফ পদে নিয়োগ পাবেন ৯ জন। আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ পদে বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)। সবচেয়ে বেশি নেওয়া হবে নিরাপত্তা প্রহরী পদে। এ পদে নিয়োগ পাবেন ৪৬৪ জন। আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। এ পদে বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা
২০২৩ সালের ১৭ এপ্রিল প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ই-মেইল ও মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। ২০১৯ সালের ২৮ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদনের করা যাবে ৭ মে ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments