Home বরিশাল বরিশাল মহানগর আ’লীগ কমিটি ভেঙ্গে দিতে জোর লবিং

বরিশাল মহানগর আ’লীগ কমিটি ভেঙ্গে দিতে জোর লবিং

বিশেষ প্রতিনিধি ॥
ভেঙ্গে দেওয়া হতে পারে বরিশাল মহানগর আওয়ামী লীগ কমিটি। এ লক্ষে জোর লবিং চলছে বলে জানাগেছে। এজন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে একাধিক গ্রুপ। অবশ্য কেউ কেউ মনে করেন, আওয়ামী লীগ বরিশাল মহানগর কমিটি ভেঙ্গে দিলে বড় রকমের ক্ষতির আশংকা রয়েছে।
বরিশাল মহানগর আওয়ামী লীগ কমিটি ভেঙ্গে দেবার সম্ভবনার প্রথমে আলোচনায় আসে ১৮ এপ্রিল। অনেকে মিষ্টি বিতরণের জন্য প্রস্তত হয়ে বসেছিলেন। তবে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নজিরবিহীন সাবধানতা এবং প্রজ্ঞার কারণে ওইদিন বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত হবার হাত থেকে রক্ষা পায়। কিন্তু বিষয়টি আবারো সামনে চলে এসেছে সম্প্রতি।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হওয়ার চারদিনের মাথায় ১৮ এপ্রিল ভার্চুয়াল বৈঠকে নেতাকর্মীদের মুখোমুখি হন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। শান্ত বরিশালকে অশান্ত হতে দেওয়া যাবে না। মেয়র সাদিক বলেন, এমন কোনো কাজ করবো না যাতে মাঝখান দিয়ে অন্য লোকজন ফায়দা নেয়।
অভিজ্ঞ মহল মনে করেন, মেয়র সাদিক বাস্তবতা মেনে নেয়ায় প্রথম দফার ফাড়া কাটাতে পেরেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। কিন্তু কমিটি এখনো আশংকামুক্ত নয় বলে সূত্র বলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বরিশাল মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ড কমিটি রয়েছে। প্রতি কমিটির অন্তত দুইজন মাসিক পেরোলে আছেন। কোন কোন ওয়ার্ড কমিটির নেতা ওয়ার্ড কাউন্সিলরের চেয়ে বেশি দাপট দেখিয়েছেন। ওয়ার্ড নেতা এবং ওয়ার্ড কাউন্সিলর সমান্তরালে চলেছেন বলেও রটনা আছে। বরিশাল নগরীতে এ নিয়ে দ্বন্দ্ব-ফ্যাসাদ ওপেনসিক্রেট।
এই দ্বন্দ্বের বিষয়টি আবার আলোচনায় এসেছে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে। একই সঙ্গে বরিশাল মহানগর কমিটি ভেঙ্গে দেয়ার জন্য লবিং শক্তিশালী হয়েছে। এজন্য চলছে নানান মুখি তৎপরতা। এদিকে অপর একটি সূত্র বলছে, যতই লবিং করা হোক মেয়র সাদিককে আর কোন মাত্রায়ই ‘হেনস্থা’ করা হবে না। উল্লেখ্য, বরিশাল মহানগর কমিটির সাধারন সম্পাদক পদে রয়েছেন সেরনিয়াবকাত সাদিক আবদুল্লাহ। সভাপতি পদে এ কে এম জাহাঙ্গীর, তিনি বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments