Home বরিশাল লোকে লোকারণ্য মেয়র সাদিকের বাড়ি

লোকে লোকারণ্য মেয়র সাদিকের বাড়ি

বিশেষ প্রতিনিধি:
মেয়র পদে মনোনয়ন বঞ্চিত হবার পরও বরিশাল নগরীর কালিবাড়ী রোডস্থ মেয়র সাদিকের বাড়ি লোকে লোকারণ্য। প্রতিদিন সকাল থেকেই মানুষের ভির লেগে থাকে। সন্ধ্যার পর যেনো তিল ধারনের ঠাই থাকে না।
বিভিন্ন স্তরের নেতা-কর্মীত-জনতায় পরিপূর্ণ হয়ে থাকে মেয়র সাদিকের বাড়ির ভিতর-বাহির। আর এদের মধ্যমনি হয়ে থাকেন নগর আওয়ামী লীগের সভাপতি এ. কে. এম জাহাঙ্গীর, সহ-সভাপতি ভিপি আনোয়ার, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাউন্সিলর মামা খোকন প্রমুখ। আর সমাগত লোকজনের বিভিন্ন প্রয়োজন মিটাতে গলদর্ঘম হতে হয় সুমন সেরনিয়াবাত ও টুটুল মামাসহ আরো কয়েকজনকে।
অনেককে অবাক করে দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সিটিং মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আসন্ন বিসিসি নির্বাবাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। বরিশালের রাজনীতিতে এটি আকাশ ভেঙ্গে পড়ার মতো খবর হয়েগিয়েছিলো। অসংখ্য মানুষ ব্যথিত হয়েছেন। তবে বোধগম্য কারণেই একটি অংশ খুবই পুলকিত হয়েছেন।
বরিশাল সিটি নির্বাচনে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মনোনয়ন বঞ্চিত হবার কারণে যারা ‘কিশোর বয়সের ঈদের মতো’ খুশি হয়েছেন তাদের মধ্যমনি হিসেবে বিবেচনা করা হয় পানিসম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত সেনা র্কমর্কতা জহিদ ফারুক শামীমকে। শুধু তাই নয়, তিনি এতোটাই খুশি হয়েছেন যে, বক্তৃতায় শব্দ চয়ন ও ব্যক্তিগত আলাপের কথার্বাতায় অনেকটাই যেনো খেই হারিয়ে ফেলেছেন। এতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। এমনকি তার কাছের লোকজন বিব্রতকর অবস্থায় পড়েছেন। কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন বলে জানাগেছে। কিন্তু তবুও গ্রুপে আছেন ‘চলমার প্রাপ্তি’ ও ভবিষ্যতের আশায়।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের আর্শিবাদপুষ্ট লোকজনের চলমার প্রাপ্তির বিষয়ে নানান ধরনের কথা চাউর আছে। কিন্তু এর কোন প্রমান নেই। এদিকে কারোকারো কাছে নগদ নারায়ন মূখ্য বিষয় হলেও, রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা বর্তমানের চেয়ে বেশি বিবেচনায় রাখেন ভবিষ্যতের বিষয়টি। কিন্তু বিভিন্ন আলমাতে শামীম ঘরানার লোকজনের মধ্যে হতাশা দেখা দিরয়েছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। এর মধ্য প্রধান লক্ষণ হচ্ছে মেয়র সাদিকের অনুপস্থিতেও তার বাড়িতে নেতা-র্কমী-জনতার ভিড় বৃদ্ধি পাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments