Home বরিশাল নৌকার প্রার্থীকে আমাদের বিজয়ী করতে হবে: সাদিক আবদুল্লাহ

নৌকার প্রার্থীকে আমাদের বিজয়ী করতে হবে: সাদিক আবদুল্লাহ

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিগত নির্বাচনের ন্যায় আগামী নির্বাচনেও বরিশালের সংস্কৃতি কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, আমি আওয়ামী লীগের প্রস্তুতি সভায়ও বলেছি, এখনো নির্বাচনের বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য নৌকা হচ্ছে আমাদের প্রতীক। নির্বাচনে যেই নৌকার প্রার্থী, তাকেই আমাদের বিজয়ী করতে হবে। শুক্রবার (৫ মে) বরিশালের ৩৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা ও কর্মী সম্মেলনের উদ্ধোধনকালে এ কথা বলেন সাদিক আবদুল্লাহ। অশ্বিনী কুমার হলে দুই দিনব্যাপী এ সম্মেলনের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।
সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মেয়র বলেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে আমাদের অনেক হিসেব-নিকেশের ব্যাপার আছে। সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা সমাজ পরিবর্তনের জন্য কাজ করেন। আমি সবসময় বরিশালের সব সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব। সম্মেলনে অতিথি ছিলেন সংস্কৃতিজন ও সাংবাদিক এসএম ইকবাল ও শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে। এতে বক্তৃতা দেন সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ দুলাল, কাজল ঘোষ, নজরুল ইসলাম চুন্নু, মুকুল দাস, শুভংকর চক্রবর্তী, দেবাশিষ চক্রবর্তী, বাসুদেব ঘোষ, মিন্টু কুমার কর, সুশান্ত ঘোষ, মিজানুর রহমান প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন ৩৭টি সংগঠনের তিন শতাধিক সাংস্কৃতিক কর্মী ও সংগঠক। আগামীকাল শনিবার সমাপনী দিনে এ সংগঠনের এক বছর মেয়াদী কমিটি গঠন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments