Home বরিশাল বরিশালে রইজ মান্নাসহ গ্রেফতার ১০, মেয়র সাদিককে ঠেকাতে ষড়যন্ত্রের অভিযোগ

বরিশালে রইজ মান্নাসহ গ্রেফতার ১০, মেয়র সাদিককে ঠেকাতে ষড়যন্ত্রের অভিযোগ

দখিনের সময় ডেস্ক:
বরিশালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের কর্মীদের ওপর পিস্তল ঠেকিয়ে অতর্কিতভাবে কুপিয়ে জখম করার অভিযোগে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।
সোমবার (১৫ মে) দিবাগত রাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াত সাদিক আব্দুল্লাহ’র বাসার পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রাত ৮ টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া মহাশ্মশান এলাকায় ঘটে।
গ্রেফতারকৃতরা হ‌লেন- বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্না ও তার ভাই নাদিম, মান্নার সহযোগী কাশিপুর এলাকার পারভেজ হাওলাদার, বঙ্গবন্ধু কলোনী এলাকার শান্ত ইসলাম, কাউনিয়া এলাকার মেহেদী হাসান সম্পদ, মিজানুর রহমান শাওন, মামুন হাওলাদার, রাসেদ হাওলাদার, আল আমিন হাওলাদার এবং নান্টু স্বর্নামত।
 বিষয়‌টি নিশ্চিত ক‌রে বরিশালের কাউনিয়া থানা পুলিশের উপ পরিদর্শক সাইদুল হক বলেন, বরিশাল নগরীর বিসিক এলাকা থেকে আট জন এবং হাসপাতাল রোডের একটি বাড়ির পিছনের বাগান থেকে মান্না সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরু‌দ্ধে মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে ব‌লে জানান থানার ওসি আব্দুর রহমান মুকুল।
এদিকে আটকের আগে অভিযুক্ত মান্না দাবি করে বলেন, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ যেন বরিশালে না আসতে পারেন সেই পরিবেশ তৈরি করতে ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি বিগত কয়েকদিন ধরে সিসি ক্যামেরার আওতায় রয়েছি। যারা অভিযোগ তুলেছেন, তারা এগুলো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর...

বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিন : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শ্রমিকদের অধিকার আদায়ে, তাদের ন্যায্য পাওয়া বঞ্চিত করলে...

বোমার হুমকিতে দিল্লিতে তুলকালাম, ১০০ স্কুল বন্ধ

দখিনের সময় ডেস্ক: বোমা ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে জানিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির প্রায় ১০০ স্কুলে ই-মেইলে হুমকি দেওয়ার পর কর্তৃপক্ষ স্কুল খালি করে ব্যাপক...

বরিশালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চুপ মেট্রোপলিটন হাসপাতাল

মামুনুর রশীদ নোমানী, অতিথি প্রতিবেদক: ডাক্তারের ভুল অপারেশন ও অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(৩০ ‍এপ্রিল) বরিশালের কালিবাড়ি রোডস্থ বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে অপারেশনে মারা যাওয়া...

Recent Comments