Home বরিশাল বরিশালে নৌকার প্রর্থীর তিন অনুসারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ছুটে যান খোকন সেরনিয়াবাত

বরিশালে নৌকার প্রর্থীর তিন অনুসারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ছুটে যান খোকন সেরনিয়াবাত

দখিনের সময় ডেস্ক:
বরিশালে নৌকার প্রচারণা চালানোয় আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) তিন সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে মারধর ও অস্ত্র ঠেকিয়ে হুমকির অভিযোগ রয়েছে। রোববার দিবাগত রাত (১৫ মে) দেড়টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এদিকে কর্মীদের মারধর ও হুমকির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
পুলিশ জানায়, রোববার (১৪ মে) সন্ধ্যায় মান্না ও তার সহযোগীদের মারধরে আহত হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকনের তিনজন অনুসারী শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি হন। আহতরা হলেন- সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হালিম শাহ, মনু ও জাহিদ ভূঁইয়া। হালিম শাহ বলেন, রোববার আমাদের এক বন্ধুর লাশ কীর্তনখোলা নদীতে পাওয়া যায়। সন্ধ্যায় তাকে দাহ করতে মহাশশ্মানে নেওয়া হয়। সেখান থেকে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে ফেরার পথে মান্না তার বাহিনী নিয়ে আমাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
মনু বলেন, আমাদের অপরাধ হচ্ছে খোকন সেরনিয়াবাতের পক্ষে মাঠে নির্বাচনে নামা। মান্না চাচ্ছে না আমরা নৌকার হয়ে কাজ করি। এজন্য পিস্তল ঠেকিয়ে আমাদের মারধর করেছে। আমাকে কুপিয়ে জখম করেছে। জাহিদ ভূঁইয়া বলেন, মান্নার সঙ্গে আমাদের কোনো বিরোধ বা কথা কাটাকাটিও হয়নি। আমাদের অন্যায় হলো আমরা নৌকার জন্য কাজ করি। এ কারণে আমাদের কুপিয়েছে। আমরা যেন নৌকার পক্ষে কাজ না করি সেজন্য আমার কোমরে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিন : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শ্রমিকদের অধিকার আদায়ে, তাদের ন্যায্য পাওয়া বঞ্চিত করলে...

বোমার হুমকিতে দিল্লিতে তুলকালাম, ১০০ স্কুল বন্ধ

দখিনের সময় ডেস্ক: বোমা ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে জানিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির প্রায় ১০০ স্কুলে ই-মেইলে হুমকি দেওয়ার পর কর্তৃপক্ষ স্কুল খালি করে ব্যাপক...

বরিশালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চুপ মেট্রোপলিটন হাসপাতাল

মামুনুর রশীদ নোমানী, অতিথি প্রতিবেদক: ডাক্তারের ভুল অপারেশন ও অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(৩০ ‍এপ্রিল) বরিশালের কালিবাড়ি রোডস্থ বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে অপারেশনে মারা যাওয়া...

বিএনপিতে স্টাইকার নেই

প্রায় ১৮ বছর ধরে মসনদ বলয়ের বাইরে থাকা বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা-মামলা, কারাভোগ, নির্যাতনের পরও দল আঁকড়ে আছেন। এরা বিশাল এক শক্তি। কিন্তু...

Recent Comments