Home শীর্ষ খবর কূটনীতিকদের বাড়তি প্রটোকল বাতিলের কারণ জানালেন পররাষ্ট্র সচিব

কূটনীতিকদের বাড়তি প্রটোকল বাতিলের কারণ জানালেন পররাষ্ট্র সচিব

দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনারদের বাড়তি প্রটোকল বাতিল করেছে বাংলাদেশ।  পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও জানালেন বিদেশি কূটনীতিকদের বাড়তি প্রটোকল প্রত্যাহারের কারণ। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র সচিব।
বিদেশি কূটনীতিকদের বাড়তি প্রটোকল বাতিলের বিষয়টি কি নোটিফাই (জানানো) করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন,  এখানে নোটিফিকেশনের (জানানোর) ওই রকম কোনো ব্যাপার ছিল না। যখন হোলি আর্টিজানের ঘটনা ঘটল, তারপর আমরা যে রেকর্ডস দেখেছি সেখানে তাদের থেকেও আমরা কোনো রিকোয়েস্ট পাই নাই বা আমাদের দিক থেকেও কোনো নোটিফিকেশন হয়নি। এটা সেই সময়ের জঙ্গিবাদের যে উত্থানের যে একটি সম্ভাবনা ছিল সেইটার বিবেচনায় এটি (প্রটোকল) দেওয়া হয়েছিল।
মাসুদ বিন মোমেন বলেন, পরবর্তীতে দেখা গেছে যে, এটা মূলত ট্রাফিক ক্লিয়ারেন্সের কাজটাই করছে, সুতরাং তাদের যে আসল যে নিরাপত্তা সেটা কিন্তু অপরিবর্তিতই আছে। নিরাপত্তার দিক থেকে ঘাটতি আমরা অন্তন্ত দেখতে পারছি না। যে কারণগুলো আমরা দেখেছি যে সময়টায় দেওয়া হয়েছিল, অ্যাডিশনাল যে নিরাপত্তার কথা বলছি আমরা দেওয়া হয়েছিল। এখন আমরা ঢাকা শহরে বা বাংলাদেশে জঙ্গিবাদ বা যাই বলি না কেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব আরও বলেন, সুতরাং সেইটা একটা যেমন কারণ, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের নিজেদের সিস্টেমের মধ্যেও কীভাবে একটু সংকুচিত করা যায়, আমাদের পুলিশের সদস্যদেরও একটু স্বল্পতা আছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এখন বলতে পারেন, টাইমিংটা। কোনো না কোনো সময় করতেই হতো, যেহেতু আপনারা নানাভাবে ব্যাখ্যা করছেন, বাট এটা এমনিতেই করা হতো। পররাষ্ট্র সচিব বলেন, আর একটা বিষয় বলতে পারি যে আমাদের বেসিক যে সমস্যা আছে, বিভিন্ন বিদেশি দূত বা কূটনীতিকরা আছেন তাদের যে বেসিক নিরাপত্তা আছে সেখানে কখনোই আমরা কম্প্রোমাইজ করব না এবং আমরা নিশ্চয়তা দিচ্ছি।
কূটনীতিকদের নিরাপত্তায় বিকল্প ব্যবস্থা রাখার কথা জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আর একটা হলো যে আমরা বিকল্প ব্যবস্থাও রেখেছি। আনসারের যে স্পেশাল ব্যাটালিয়ন আছে, তাদেরকে অনেক দিন ধরেই তৈরি করা হচ্ছিল। আনসার-ভিডিপির সঙ্গে আমরা বসব এবং তাদের কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো আমরা দূতাবাসগুলোকে জানিয়ে দেব। যারা নিতে চাইবে, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাত ১১ টার পর চা-বিড়ির দোকান বন্ধ করার নির্দেশনা

দখিনের সময় ডেস্ক: ছিনতাই ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ের দোকানগুলো বন্ধ করে দিতে হবে। রাস্তায় পুলিশের স্টিকার লেখা কোনো গাড়ি দেখলে ডিউটিরত পুলিশ যাচাই...

এক হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম, থাকছে চমক

দখিনের সময় ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই অ্যাপগুলো সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই...

ভারত সফরে কী চমক নিয়ে আসছেন ইলন মাস্ক

দখিনের সময় ডেস্ক: চলতি মাসেই ভারত সফরে আসছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। আগামী ২১ ও ২২ এপ্রিল ভারতে অবস্থান করবেন তিনি। একইসঙ্গে সরকারি...

জিমেইলে আসছে নতুন এআই ফিচার

দখিনের সময় ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম জিমেইল। এটি ছাড়া স্মার্টফোনে কাজ করা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া কর্পোরেট জগতে জিমেইল ছাড়া চলা...

Recent Comments