Home রাজনীতি সরকারের সময় শেষ: মির্জা ফখরুল

সরকারের সময় শেষ: মির্জা ফখরুল

দখিনের সময় ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলতে চাই, এর (সরকার) সময় শেষ হয়ে গেছে। এখন সরকারের কোনো অন্যায় আদেশ মানা হলে, তা জনগণের বিরুদ্ধে যাওয়া হবে।’ আজ শুক্রবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত এক জনসমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। দুপুরের পর থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন। বেলা আড়াইটায় সমাবেশ শুরু হয়।
বিএনপি মহাসচিব বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে বলতে চাই, এই সরকার দেশে-বিদেশে সমর্থন হারিয়েছে। এখন দেশের মানুষ যখন চায়, গণতান্ত্রিক বিশ্ব যখন চায়- এখানে একটা সুষ্ঠু স্বাধীন অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তারা জানে সেটা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব হবে না। তাই বলতে চাই, দয়া করে- এমন অবস্থা তৈরি করবেন না, যেখানে আপনারাও চিহ্নিত হয়ে যাবেন।’ সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা অনেক কষ্ট করেছেন। আর কিছুদিন কষ্ট করতে হবে। এদেরকে টেনে না নামালে এরা যাবে না। এই সমাবেশ শুধু সভা নয়, শপথ নেওয়ার সভা। জীবনবাজি রেখে দেশকে মুক্ত করতে হবে, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, আমাদেরকে একটা যুদ্ধে নামতে হবে। এই যুদ্ধ নিজেদের বাঁচানোর যুদ্ধ, জাতিকে বাঁচানোর যুদ্ধ, এই যুদ্ধ মাথা উঁচু করে দাঁড়ানোর যুদ্ধ। ’
প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকারের প্রধানমন্ত্রী যতই চিল্লা-চিল্লি করেন, যতই জাপান, যুক্তরাজ্য, আমেরিকার আর সৌদি আরব, কাতার, চীনে যান- কোনো লাভ হবে না। সময় শেষ- এটাই বাস্তবতা। আমি বলতে চাই- এখনো সময় আছে জনগণের চোখের ভাষা পড়ুন, জনগণকে মুক্তি দিন এবং জনগণের যে দাবি উঠেছে সেই দাবি মেনে নেন।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, রকিবুল ইসলাম বকুল, মীর সরাফত আলী সপু, কামরুজ্জামান রতন, আমিনুল হক, আনিসুর রহমান তালুকদার খোকন, তাবিথ আউয়াল, পারভেজ রেজা কানন, রফিক শিকদার, মুন্সী বজলুল বাসিত আনজু, শামীম পারভেজ, যুবদলের মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, ওলামা দলের শাহ নেছারুল হক, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, জাসাসের জাকির হোসেন রোকন, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments