Home রাজনীতি সরকারের সময় শেষ: মির্জা ফখরুল

সরকারের সময় শেষ: মির্জা ফখরুল

দখিনের সময় ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলতে চাই, এর (সরকার) সময় শেষ হয়ে গেছে। এখন সরকারের কোনো অন্যায় আদেশ মানা হলে, তা জনগণের বিরুদ্ধে যাওয়া হবে।’ আজ শুক্রবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত এক জনসমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। দুপুরের পর থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন। বেলা আড়াইটায় সমাবেশ শুরু হয়।
বিএনপি মহাসচিব বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে বলতে চাই, এই সরকার দেশে-বিদেশে সমর্থন হারিয়েছে। এখন দেশের মানুষ যখন চায়, গণতান্ত্রিক বিশ্ব যখন চায়- এখানে একটা সুষ্ঠু স্বাধীন অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তারা জানে সেটা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব হবে না। তাই বলতে চাই, দয়া করে- এমন অবস্থা তৈরি করবেন না, যেখানে আপনারাও চিহ্নিত হয়ে যাবেন।’ সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা অনেক কষ্ট করেছেন। আর কিছুদিন কষ্ট করতে হবে। এদেরকে টেনে না নামালে এরা যাবে না। এই সমাবেশ শুধু সভা নয়, শপথ নেওয়ার সভা। জীবনবাজি রেখে দেশকে মুক্ত করতে হবে, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, আমাদেরকে একটা যুদ্ধে নামতে হবে। এই যুদ্ধ নিজেদের বাঁচানোর যুদ্ধ, জাতিকে বাঁচানোর যুদ্ধ, এই যুদ্ধ মাথা উঁচু করে দাঁড়ানোর যুদ্ধ। ’
প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকারের প্রধানমন্ত্রী যতই চিল্লা-চিল্লি করেন, যতই জাপান, যুক্তরাজ্য, আমেরিকার আর সৌদি আরব, কাতার, চীনে যান- কোনো লাভ হবে না। সময় শেষ- এটাই বাস্তবতা। আমি বলতে চাই- এখনো সময় আছে জনগণের চোখের ভাষা পড়ুন, জনগণকে মুক্তি দিন এবং জনগণের যে দাবি উঠেছে সেই দাবি মেনে নেন।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, রকিবুল ইসলাম বকুল, মীর সরাফত আলী সপু, কামরুজ্জামান রতন, আমিনুল হক, আনিসুর রহমান তালুকদার খোকন, তাবিথ আউয়াল, পারভেজ রেজা কানন, রফিক শিকদার, মুন্সী বজলুল বাসিত আনজু, শামীম পারভেজ, যুবদলের মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, ওলামা দলের শাহ নেছারুল হক, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, জাসাসের জাকির হোসেন রোকন, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments