Home আন্তর্জাতিক ১০ হাজার ভারতীয় শ্রমিক নেবে ইসরাইল

১০ হাজার ভারতীয় শ্রমিক নেবে ইসরাইল

দখিনের সময় ডেস্ক:
আগামী কয়েকদিনের মধ্যেই ভারত থেকে ১০ হাজার শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসরায়েল।এসব ভারতীয় শ্রমিক ইসরায়েলে নির্মাণ ও নার্সিং খাতে কাজ করবেন বলে সোমবার (২৯ মে) এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই। ইহুদিবাদী ইসরায়েলে বৈধ উপায়ে কাজ করেন ১ লাখ ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট। আর ফিলিস্তিনিরা যেখানে যেখানে কাজ করেন সেখানেই ভারতীয়দের নেওয়ার প্রক্রিয়া চলছে।
ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতীয় শ্রমিকরা কয়েক ধাপে ইসরায়েলে যাবেন। প্রথম ধাপে যাবেন ২ হাজার ৫০০ জন। তবে শ্রমিক নেওয়ার চূড়ান্ত চুক্তি করতে এখনো কাজ করছেন ইসরায়েল-ভারতীয় কর্মকর্তারা। ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন, ‘আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে চুক্তি হয়ে যাবে এবং দক্ষ শ্রমিকদের নিয়োগের জন্য আমরা প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে পারব।’
এদিকে মে মাসের শুরুতে ভারতে যান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। ওই সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন তিনি। চুক্তি অনুযায়ী, ভারত থেকে ৪২ হাজার শ্রমিক নেবে ইসরায়েল। যার মধ্যে ৩৪ হাজার জন কাজ করবেন নির্মাণ খাতে। আর বাকি ৬ হাজার শ্রমিককে নিয়োগ দেওয়া হবে বয়স্ক সেবা কেন্দ্রগুলোতে। এই চুক্তি করার আগে ইসরায়েলি কর্মকর্তারা ভারতের শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো ঘুরে দেখেন। ওই সময় তারা জানান, ভারতীয় শ্রমিকরা কাজের পাশপাশি ইংরেজি ভাষাতেও বেশ দক্ষ। এদিকে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সময়গুলোতে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করেছে ভারত। এ বছরের জানুয়ারিতেই ভারতের আদানি গ্রুপ ইসরায়েলের বেসরকারি হাইফা বন্দরের ৭০ শতাংশ শেয়ার কিনে নেয়।
সূত্র: মিডেল ইস্ট আই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশালে বাস টার্মিনালে শ্রমিকদের তাণ্ডব, সড়ক অবরোধ

দখিনের সময় ডেস্ক: বাসচালক ও সহকারীকে মারধরের প্রতিবাদে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে দফায় দফায় হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তবে শ্রমিক সংগঠন ও...

মামুনুল হকের নামে ৪১টি মামলা, ধর্ষণ মামলা বেশি আলোচিত

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশের কওমী মাদরাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক কারামুক্তির পর নেতাকর্মী ও অনুসারীরা হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব...

জামিনে কারাগামুক্ত হেফাজতের মামুনুল হক

দখিনের সময় ডেস্ক: জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুক্রবার (৩ মে)  কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয়...

আশ্চর্যজনক ছাগল, বিড়ালের মতো ঘরে পোষা যায়

দখিনের সময় ডেস্ক: পরিণত বয়সী ছাগলের উচ্চতা মাত্র ১ ফুট। এগুলো দেশি-বিদেশি অন্যান্য জাতের ছাগলের মতো নয়। এ জাতের ছাগলগুলো মানুষের সঙ্গে খুবই বন্ধুত্বসুলভ আচরণ...

Recent Comments