Home বরিশাল পিতার মতোই সৎ থেকে বরিশালবাসীর জন্য কিছু করে যেতে চাই: খোকন সেরনিয়াবাত

পিতার মতোই সৎ থেকে বরিশালবাসীর জন্য কিছু করে যেতে চাই: খোকন সেরনিয়াবাত

স্টাফ রিপোর্টার:
বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টায় বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ডের ইন্দ্রকাঠী নওগাঁও মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইন্দ্রকাঠী নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফারুক হোসেনের সভাপতিত্বে স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
এসময় প্রধান অতিথির বক্তব্যে খোকন সেরনিয়াবাত বলেন, মেয়র নির্বাচিত হলে ২৭ নং ওয়ার্ডসহ বরিশাল সিটি এলাকার চলমান সকল সমস্যার সমাধান করবো। আমার জীবনের বাকি দিনগুলো আমি বরিশাল নগরবাসীদের সাথে থেকে এই নগরীর উন্নয়ন করে কাটিয়ে দিতে চাই। আমার পিতা একজন সৎ মানুষ ছিলেন আমিও তারই মত সৎ থেকেই আপনাদের জন্য কিছু করে যেতে চাই। আমি আশা করি আপনারা আমাকে আগামী ১২ জুন ভোটের মাধ্যমে নির্বাচিত করে সেই কাংঙ্খীত উন্নয়ন করার সুযোগ করে দিবেন। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অথচ এখানকার সেবার মান খুবই খারাপ। রয়েছে চরম অব্যবস্থাপনা। নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। এখানে মানুষ বাড়িঘর নির্মান করতে পারছেনা। নানাভাবে হয়রানির শিকার হচ্ছে।
নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. বলরাম পোদ্দার, নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির সদস‌্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড আফজালুল করীম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান খান, জাতীয় পার্টি জেপির মহানগর সাধারণ সম্পাদক জাকির হোসেন সুলতান, বিএম কলেজ বাকসুর সাবেক ভিপি মঈন তুষার,বরিশাল মহানগর আওয়ামী লীগ ২৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আঃ রশিদ হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এবং আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আঃ রশিদ চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃকর্মীরাা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কাচিয়া ইউপির উপনির্বাচনে মেম্বার পদে কামাল মাতাব্বর বিজয়ী

গাজী তাহের লিটন, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে উপনির্বাচনে মো. কামাল মাতাব্বর (তালা প্রতীক)...

রাত ১১ টার পর চা-বিড়ির দোকান বন্ধ করার নির্দেশনা

দখিনের সময় ডেস্ক: ছিনতাই ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ের দোকানগুলো বন্ধ করে দিতে হবে। রাস্তায় পুলিশের স্টিকার লেখা কোনো গাড়ি দেখলে ডিউটিরত পুলিশ যাচাই...

এক হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম, থাকছে চমক

দখিনের সময় ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই অ্যাপগুলো সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই...

ভারত সফরে কী চমক নিয়ে আসছেন ইলন মাস্ক

দখিনের সময় ডেস্ক: চলতি মাসেই ভারত সফরে আসছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। আগামী ২১ ও ২২ এপ্রিল ভারতে অবস্থান করবেন তিনি। একইসঙ্গে সরকারি...

Recent Comments