Home আন্তর্জাতিক আফগানিস্তানে প্রাথমিক স্কুলের ৮০ ছাত্রীকে বিষ প্রয়োগ

আফগানিস্তানে প্রাথমিক স্কুলের ৮০ ছাত্রীকে বিষ প্রয়োগ

দখিনের সময় ডেস্ক:
আফগানিস্তানে প্রাথমিক স্কুলে মেয়েদের বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির একজন শিক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর ফক্স নিউজের।প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তরে সার-ই-পুল প্রদেশে গত শনি ও রোববার এ ঘটনা ঘটেছে। প্রাদেশিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ রাহমানি বলেন, সাংচরক জেলায় প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের মেয়ে শিক্ষার্থীদের বিষ প্রয়োগ করা হয়েছে।
ফক্স নিউজ বলছে, নাশওয়ান-ই-কাবদ স্কুলে ৬০ জন শিক্ষার্থী ও নাশওয়ান-ই-ফয়জাবাদ স্কুলে ১৭ জনকে বিষ প্রয়োগ করা হয়েছে। মোহাম্মদ রাহমানি আরও বলেছেন, দুইটি প্রাইমারি স্কুলই একে অপরের কাছাকাছি এবং একটার পর আরেকটায় বিষ প্রয়োগ করা হয়। আমরা তাদের হাসপাতালে ভর্তি করেছি, এখন তারা ভালো আছে।
এছাড়া তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে কেউ ক্ষোভের বশে তৃতীয় পক্ষকে দিয়ে এ হামলা চালিয়েছে। তবে কীভাবে মেয়েদের বিষ প্রয়োগ করা হয়েছে বা কী ধরনের বিষ সেইসম্পর্কে কোনো তথ্য দেননি এ কর্মকর্তা। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। এরপর দেশটিতে এই প্রথমবারের মতো এ ধরনের হামলার ঘটনা ঘটল বলে ধারণা করা হচ্ছে। তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটিতে নারীদের ওপর নানা খড়গ বসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments