Home শীর্ষ খবর বিচারপতিকে পুলিশ কর্মকর্তার ফোন, হাইকোর্টের অসন্তোষ

বিচারপতিকে পুলিশ কর্মকর্তার ফোন, হাইকোর্টের অসন্তোষ

দখিনের সময় ডেস্ক:

মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের মো. রুবেল (২২) হত্যার ঘটনা পুনঃতদন্ত করে চার্জশিট দাখিলের জন্য আগামী ১৭ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট। এই মামলা সংক্রান্ত বিষয়ে পিবিআইয়ের এসপি পদ মর্যাদার একজন কর্মকর্তা জ্যেষ্ঠ বিচারপতিকে ফোন করায় অসন্তোষ জানিয়েছেন আদালত।

আজ সোমবার (৫ জুন) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ মামলায় চার্জশিট দাখিলের জন্য সময় আবেদনের শুনানিকালে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. বদরুজ্জামান রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, এর আগে তো ৪২ ঘণ্টায় চার্জশিট দিয়েছিলেন। এখন এত দেরি হচ্ছে কেন? এরপর আদালত চার্জশিট দিতে ১৭ জুলাই দিন ধার্য করেন।

এক পর্যায়ে আদালত বলেন, এ মামলার বিষয়ে একজন পিবিআই কর্মকর্তা আমাদের ফোন দিয়ে বিব্রত করার চেষ্টা করেছেন। এটা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি আদালত অবমাননার শামিল। তারা এটা করতে পারেন না।

এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, এটা ঠিক হয়নি। তাদের পক্ষে কথা বলার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কর্মকর্তারা রয়েছেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এরপর আদালত চার্জশিট দাখিলের জন্য পিবিআইকে ১৭ জুলাই পর্যন্ত সময় দেন।

এর আগে, রুবেল (২২) হত্যার ঘটনায় লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র ও ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্তের ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন হাইকোর্ট। মানিকগঞ্জের পুলিশ সুপারকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একইসঙ্গে রুবেল হত্যা মামলা পিবিআই প্রধানকে পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত।

পুলিশ সুপারের নিচে নয় পিবিআইয়ের এমন কর্মকর্তাকে দিয়ে ৬০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়। পরে মাসুদুর রহমানকে বরখাস্তের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে মামলাটি পুনরায় তদন্ত করতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। আজকে চার্জশিট দাখিলের জন্য দিন ধার্য ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভোট উৎসব চলছে ভোলার কুঞ্জেরহাটে

গাজী তাহের লিটন, বোরহানউদ্দিন থেকে: ভোলার বোরহানউদ্দিন উপজেলার জনগুরুত্বপূর্ণ ৪ নং কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চলছে মেম্বার পদে উপনির্বাচন। নির্বাচনী প্রচার-প্রচারনায় উৎসবমুখর পরিবেশ বিরাজ...

ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ঝরল ৪০৭ প্রাণ

দখিনের সময় ডেস্ক: ঈদ এলেই সড়কে দুর্ঘটনা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সদ্য বিদায়ী ঈদে মানুষের যাতায়াতে ৩৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪০৭ জন...

মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা, জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ

দখিনের সময় ডেস্ক: ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে এসব শ্রমিককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। হচ্ছেন...

আরও ৭ দিন স্কুল বন্ধ রাখার দাবি

দখিনের সময় ডেস্ক: ঘরে-বাইরে অসহ্য গরম, বাতাসে যেন আগুনের হলকা। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের...

Recent Comments