Home শীর্ষ খবর মাঠে নামছে জামায়াতে, থাকবে বিএনপির সঙ্গেই

মাঠে নামছে জামায়াতে, থাকবে বিএনপির সঙ্গেই

দখিনের সময় ডেস্ক:

মাঠে নামছে জামায়াতে ইসলামীও বাংলাদেশ।যুক্ত  হবে বিএনপির সঙ্গে। চূড়ান্ত আন্দোলনের আগে উভয় দলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাওয়া রাজপথের বড় শক্তি হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করে জামায়াত। পারস্পরিক সম্পর্কোন্নয়নে উভয় দলের নীতিনির্ধারণী পর্যায়ে যোগাযোগও হচ্ছে।

এদিকে চলমান আন্দোলনকে তীব্র করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আগামী ১০ অথবা ১১ জুন চট্টগ্রামে তরুণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের পর বিএনপিও কর্মসূচি ঘোষণা করবে। এখন পর্যন্ত পরবর্তী কর্মসূচি হিসেবে রোডমার্চ অথবা বিভাগীয় সমাবেশসহ নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। দলীয় সূত্রে জানা যায়, কর্মসূচি চূড়ান্ত হলে আগামী ১৩ থেকে ১৫ জুনের মধ্যে নতুন কর্মসূচি শুরু করতে পারে বিএনপি।

উল্লেখ্য, গতকাল ৫ জুন জামায়াতের রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় এ কর্মসূচি স্থগিত করে দলটি। এ অবস্থায় আগামী ১০ জুন শনিবার নতুন কর্মসূচি পালনের ঘোষণা দেয় জামায়াত।

এ অবস্থায় বিএনপির চলমান আন্দোলনে জামায়াত যুক্ত হবে কিনা জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই নিয়ে বিএনপি ও জামায়াতের কার্যকরী পর্যায়ে যোগাযোগ হচ্ছে। জামায়াতের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, বিএনপির সঙ্গে আন্দোলন বিষয়ে কোনো আলোচনা হয়নি।

জামায়াত ও বিএনপির মধ্যকার সম্পর্কোন্নয়নের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, বিএনপির কোন পর্যায়ের সঙ্গে জামায়াতের যোগযোগ হচ্ছে, তা জামায়াতই ভালো বলতে পারবে। আর আমি একা বিএনপিতে আছি এমন তো নই। তবে, বিএনপির ঘনিষ্ট সূত্র বলছে, একটি প্রক্রিয়া চলছে। তা হচ্ছে যুগপৎ আন্দোলন করা নিয়ে। পৃথক প্ল্যাটফর্ম থেকে বিএনপি ও জামায়াত আন্দোলন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

দখিনের সময় ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম...

তীব্র গরম নিয়ে হাদিসে যা বলা হয়েছে

দখিনের সময় ডেস্ক: শীতের তীব্রতা, গরমের উচ্চ তাপমাত্রা সবই মানুষকে নাজেহাল করে তোলে। গরমের তীব্রতায় অনেকেই বিভিন্ন রোগ-বালাইয়ে আক্রান্ত হন। এজন্য সময়মতো ব্যবস্থা গ্রহণ করা...

বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে

দখিনের সময় ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন...

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১১, আশঙ্কাজনক ৪ জন

দখিনের সময় ডেস্ক: ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আজ মঙ্গলবার...

Recent Comments