Home শীর্ষ খবর র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু, আর্থিক লেনদেনের চিরকুটে এডিসি মিল্টন চন্দ্র রায়ের নাম

র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু, আর্থিক লেনদেনের চিরকুটে এডিসি মিল্টন চন্দ্র রায়ের নাম

দখিনের সময় ডেস্ক:
র‌্যাব হেফাজতে মারা যাওয়া নওগাঁ পৌরসভার চন্ডিপুর ভূমি অফিসের অফিস সহায়ক সুলতানা জেসমিনের হাতে লেখা ৪৬টি চিরকুট পাওয়ার কথা জানিয়েছেন তার স্বজনরা। সেই চিরকুটের একটিতে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, রাজস্ব) মিল্টন চন্দ্র রায়ের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য লেখা আছে বলে দাবি করা হয়েছে।
তবে মিল্টন চন্দ্র রায় বিষয়টি অস্বীকার করেছেন। তিনি সুলতানা জেসমিনকে চেনেন না বলেও দাবি করেন। গত ২৯ মে নওগাঁ সার্কিট হাউসে সুলতানা জেসমিনের ছেলে শাহেদ শাহরিয়ার সৈকত, ভাই সুলতান মাহমুদ হোসেন ও মামা এ কে এম নাজমুল হক মন্টুর জবানবন্দি গ্রহণ করেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সদস্যরা। এ সময় কমিটির আহ্বায়ক মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে ৪৬টি চিরকুট তদন্ত কমিটির কাছে হস্তান্তর করেন তারা।
সুলতানা জেসমিনের মামা নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর এ কে এম নাজমুল হক মন্টু দাবি করেন, তার ভাগ্নির বাসার আসবাবপত্র সরাতে গেলে ৪৬টি চিরকুট পাওয়া যায়। সেই চিরকুটগুলোতে বেশ কয়েকটি মোবাইল নম্বরে টাকা পাঠানো কথা লেখা আছে। এর মধ্যে একটিতে এডিসি মিল্টনের নাম, মোবাইল নম্বর, অঙ্কে ও কথায় ৫০ হাজার টাকা ও ০৫/০১/২০২৩ তারিখ (বৃহস্পতিবার) লেখা আছে। চিরকুটগুলো তদন্ত কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।
২৯ মে স্বজনদের জবানবন্দি গ্রহণ শেষে কমিটির আহ্বায়ক মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের বলেন, ‘খুঁটিনাটিসব বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত করছি। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments