Home শীর্ষ খবর আমিরাতের প্রবাসীরা এক সঙ্গে ২ স্ত্রী নিতে পারবেন

আমিরাতের প্রবাসীরা এক সঙ্গে ২ স্ত্রী নিতে পারবেন

দখিনের সময় ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি ভিসাধারী কোনো মুসলিম প্রবাসী এখন থেকে চাইলে একসঙ্গে দুই স্ত্রীকে দেশটিতে নিয়ে যেতে পারবেন। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ অ্যান্ড পোর্ট সিকিউরিটির নির্ধারিত শর্ত মেনে দুই স্ত্রীকে স্পন্সর করা যাবে। শনিবার(১০ জুন) দুবাইভিতিত্তিক সংবাদমাধ্যম আল খালিজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আমিরাতের সরকারের নিয়ম অনুযায়ী- একজন মুসলিম প্রবাসী শর্ত পূরণ সাপেক্ষে দুইজন স্ত্রী এবং এবং তাদের সন্তানদের জন্য রেসিডেন্সি ভিসার স্পন্সর করতে পারেন। যার অন্যতম পূর্বশর্ত হলো আরবি ভাষায় অথবা ভাষাটিতে অনুবাদ করা সার্টিফিকেট দেওয়া কাবিননামা দেখাতে হবে। আর রেসিডেন্সি ভিসাধারী কেউ তার যে কোনো বয়সী অবিবাহিত মেয়ে এবং সর্বোচ্চ ২৫ বছর বয়সী ছেলেকে দেশটিতে নিয়ে আসতে পারবেন। তবে শিক্ষাবিষয়ক কোনো উদ্দেশে ২৫ বছরের বড় ছেলেকেও নিয়ে আসতে পারবেন।

অপরদিকে, সদ্যভূমিষ্ঠ সন্তানের রেসিডেন্সি ভিসার স্পন্সর করার জন্য ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে।  এ সময়ের মধ্যে আবেদন না করলে জরিমানার কবলে পড়তে হবে। এ ছাড়া আমিরাতে রেসিডেন্সি ভিসাধারী ব্যক্তি চাইলে তার স্ত্রীর আগের স্বামীর সন্তানদেরও স্পন্সর করতে পারবেন। তবে এ জন্য ওই শিশুর বাবার অনুমতিপত্র ও নিরাপত্তা ডিপোজিট থাকতে হবে। এই রেসিডেন্সি ভিসার মেয়াদ থাকবে এক বছর। শর্ত পূরণ সাপেক্ষে এটি পরবর্তীতে বৃদ্ধি করা যাবে।

স্পন্সর করার জন্য লাগবে যেসব কাগজপত্র

আরব আমিরাতের ফেডারেল অথরিটি জানিয়েছে, স্ত্রী ও সন্তানদের স্পন্সর করতে আট ধরনের কাগজপত্র লাগবে। সেগুলো হলো— রেসিডেন্স ভিসার আবেদনপত্র, স্পন্সরকারী ও স্পন্সরপ্রাপ্তদের পাসপোর্ট সাইজের ছবি, স্ত্রী ও সন্তানদের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, স্ত্রী ও ১৮ বছর বেশি বয়সী সন্তানদের মেডিকেল ফিটনেস সনদের আসল কপি, স্বামীর চাকরির সনদ, স্পন্সরের বৈধ ওয়ার্ক ভিসা, স্বামীর বেতনের সনদ ও ভাড়াটিয়া সনদের প্রত্যয়িত কপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments