দখিনের সময় ডেস্ক:
নির্বাচনে ভাই আবুল হাসানাত আবদুল্লাহ ও ভাতিজা সাদিক আবদুল্লাহ তাকে ভোট দেবেন কি না- এ প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের তিনি তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে রোববার(১১ জুন) মতবিনিময় করেন। তিনি বলেন ‘আমি দুঃখিত। এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভাই আবুল হাসানাত আবদুল্লাহ ও ভাতিজা সাদিক আবদুল্লাহ ভোট দেবেন কি না, সে বিষয়ে আজ সোমবারও কোনো মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
ভোটারদের টাকা দেওয়া ও ভোটকেন্দ্র দখলের অভিযোগের বিষয়ে আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘এসব অভিযোগ অসত্য। ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে এই ধরনের অভিযোগ সাধারণ বিষয়। নির্বাচনী ফলাফল যাই হোক না কেন আমি তা মেনে নেবে। গোয়েন্দা সংস্থাগুলো তার পক্ষে কাজ করছে এমন অভিযোগের বিষয়ে খায়ের আবদুল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনের তৎপরতা প্রচলিত রয়েছে।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ভোট দিয়ে সাংবাদিকদের বলেন, যেভাবে ভোট হচ্ছে তাতে সন্তুষ্ট। ফলা যাই হোক না কেন মেনে নেবেন বলে জানান আবুল খায়ের আব্দুল্লাহ ।