Home নির্বাচিত খবর বরিশালে প্রতিমন্ত্রীপন্থী ১০ কাউন্সিলরের ৬জনই ফেল

বরিশালে প্রতিমন্ত্রীপন্থী ১০ কাউন্সিলরের ৬জনই ফেল

দখিনের সময় ডেস্ক:
প্রতিমন্ত্রী ও মেয়র বিরোধের জেরে ২০২১ সালের আগষ্ট মাসে বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের আওয়ামী লীগপন্থী ১০ জন কাউন্সিলর  পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। রাতারাতি তারা সাদিক বিরোধী কাউন্সিলন হিসেবে পরিচত হন। তারা মেয়র সাদিক আবদুল্লাহ অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলন। রটনা আছে, এই বিদ্রোহের বিনিময়ে তাদের কম-বেশী প্রাপ্তি ঘটেছে।
প্রতিমন্ত্রীর দিকে ঝোকায় এই  ১০ কাউন্সিলরের সঙ্গে মেয়র সাদিকের সম্পর্ক হয়ে ওঠে সাপে-নেউলে। আবুল খায়ের আবদুল্লাহর মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হয়ে আসলে এই দশজন হাওয়ায় ভাসতে থাকেন।  ১২ জুনের নির্বাচনে তাঁরা নিজ নিজ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। কিন্তু এদের মধ্যে বিজয়ী হয়েছেন মাত্র চারজন। বাকী ছয়জন ফেল!
প্রতিমন্ত্রী পন্থীদের মধ্যে পাস করেছেন ২০ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান বিপ্লব, ২২ নম্বরে আনিছুর রহমান দুলাল, ২৩ নম্বরে এনামুল হক বাহার ও ২৬ নম্বরে হুমায়ন কবীর। এদর মধ্যে ২২ নম্বরে আনিছুর রহমান দুলাল পাস করেছেন মাত্র ৬৬ ভোটের ব্যবধানে। তার সঙ্গে নির্বাচনী যুদ্ধে অবতীর্ন হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেসমিন সামাদ শিল্পী। এটিই  জীবনের তার প্রথম নির্বাচনে প্রার্থী হওয়ার ঘটনা।
প্রতিমন্ত্রী পন্থী  কাউন্সিল হিসেবে পরাজিত ছয় জন হচ্ছেন ৪ নম্বরে তৌহিদুল ইসলাম বাদশা, ১২ নম্বরে জাকির হোসেন ভুলু ও ২৯ নম্বরের ফরিদ আহমেদ। তরা সাদিকপন্থীদের কাছে হেরেছেন। বিএনপির বহিষ্কৃত প্রার্থীদের কাছে হেরেছেন ২৮ নম্বরের জাহিদ হোসেন রুবেল ও ২৪ নম্বরের শরীফ মো. আনিছুর রহমান।  ১ নম্বরের আমির হোসেন বিশ্বাসকে পরাজিত করা আউয়াল মোল্লা আওয়ামী লীগ দলীয় হলেও গ্রুপিং রাজনীতিতে কোনো পক্ষে ছিলেন না।
এদিকে  নবনির্বাচিত মেয়র আবুল খায়েরপন্থী হিসেবে পরিচিত নতুন তিনজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন ১০ নম্বরে জয়নাল আবেদীন, ১৬ নম্বরে সাহিন সিকদার ও ২৫ নম্বরে আওয়ামী লীগের সুলতান মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শরীয়তপুরে রাস্তার পাশে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী

দখিনের সময় ডেস্ক: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গ্রামীণ সড়কের পাশে ১০টি ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের...

আগে সংস্কার পরে নির্বাচন: পরিবেশ উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: নির্বাচন অন্তবর্তী সরকারও চায়, তবে এর আগে সংস্কারকে গুরুত্ব দেযা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, গণ অভুত্থান নির্বাচনের...

বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন জাপানের বিরোধী দলের প্রধান

দখিনের সময় ডেস্ক: জাপানের বিরোধী দলের প্রধান ইউইচিরো তামাকি একজন মডেলের সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ...

প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল ১১৮ সাংবাদিকের

দখিনের সময় ডেস্ক: আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। অধিদপ্তর থেকে সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত...

Recent Comments