Home চাকরির খবর ছাঁটাই ঢলেই ১ হাজার কর্মী নিয়োগ দেবে এই প্রতিষ্ঠান

ছাঁটাই ঢলেই ১ হাজার কর্মী নিয়োগ দেবে এই প্রতিষ্ঠান

দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাক্সট্রিয়া ইনক্ ভারত থেকে এক হাজারের বেশি কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে বড় প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান ইতিমধ্যে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছে। অনেক প্রতিষ্ঠান আবার কর্মী নিয়োগ বন্ধ রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়োগের পরিকল্পনা করছে। এর মধ্যে অ্যাক্সট্রিয়া ইনক্-এর বিপুলসংখ্যক নতুন কর্মী নিয়োগের এ ঘোষণা সুখবর হয়েই এসেছে।
সিএনবিসি টিভি ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাক্সট্রিয়া ইনক্ একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান। এটি মূলত লাইফ সায়েন্স নিয়ে বেশি কাজ করে। প্রতিষ্ঠানটি আগামী আট মাসে এক হাজারের বেশি প্রযুক্তিবিষয়ক কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ডাটা সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডাটা ইঞ্জিনিয়ারিং বিভাগে এই কর্মী নিয়োগ দেবে। ভারতের গুরুগ্রাম, নয়ডা, বেঙ্গালুরু, পুনে ও হায়দরাবাদ অফিসের জন্য এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। বর্তমানে ভারতে এ প্রতিষ্ঠানে দেশটির প্রায় তিন হাজার কর্মী কাজ করছেন।
প্রতিষ্ঠানের এক বিবৃবিতে বলা হয়েছে, আগামী ৮ থেকে ১০ মাসের মধ্যে অ্যাক্সট্রিয়া ভারতে ডাটা সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডাটা ইঞ্জিনিয়ারিং বিভাগে এক হাজারের বেশি কর্মী নিয়োগ দেবে। প্রতিষ্ঠানের হেড অব গ্লোবাল ডেলিভারি মনীশ মিত্তাল বলেছেন, ‘বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর জন্য সবচেয়ে উন্নত, বিষয়বস্তু ও বার্তা সরবরাহের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে রূপান্তরিত করছি। আমরা এ–সংক্রান্ত মানুষ, প্রযুক্তি ও প্রক্রিয়ায় সময়ের আগেই বিনিয়োগ করছি।’
এদিকে ভারতের বহুজাতিক শিক্ষা-প্রযুক্তিপ্রতিষ্ঠান বাইজু’স নীরব কর্মী ছাঁটাই শুরু করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রায় এক হাজার কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগ করতে বলেছে। প্রতিষ্ঠানটির একজন কর্মী লিংকডইনে দেওয়া পোস্টে বিষয়টি প্রকাশ করেছেন। একটি সূত্রের বরাত দিয়ে ভারতের শীর্ষস্থানীয় ফিন্যান্সিয়াল ও বিজনেস পোর্টাল মানিকন্ট্রোলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের গত শুক্রবার (১৬ জুন) বলা হয়েছিল, সেদিনই তাঁদের শেষ কার্যদিবস। এর আগে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডায়াবেটিস দূরে রাখবে যে ৭ অভ্যাস

দখিনের সময় ডেস্ক: বর্তমানে সবচেয়ে পরিচিত ব্যধি হলো ডায়াবেটিস। এটি একবার দেখা দিলে আর কখনোই পুরোপুরি নির্মূল হয় না। আবার দেখা দেওয়ার পর যদি নিয়ন্ত্রণে...

এই ৪ খাবার আপনার চুল পড়া বন্ধ করবে

দখিনের সময় ডেস্ক: আমাদের চুলের জন্য ভিটামিন সি, ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, আয়রন এবং অন্যান্য মাল্টিভিটামিন প্রয়োজন যা ঘন এবং লম্বা চুল পেতে সাহায্য করে। তাই...

গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলীর ১ কোটি ১৮ লাখ টাকার সঞ্চয়পত্র ফ্রিজ

দখিনের সময় ডেস্ক: গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম ও তার পরিবারের নামে ১ কোটি ১৮ লাখ টাকার সঞ্চয়পত্র ফ্রিজ করা হয়েছে। তিনি...

ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের

দখিনের সময় ডেস্ক: গাজায় ইসরাইলের চলমান বর্বরতার প্রতিবাদে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। খবর ডেইলি সাবাহর। তিনি...

Recent Comments