Home বরিশাল যেভাবে চুপচাপ ছিলেন সেভাবে থাকেন, নেতা-কর্মীদের উদ্দেশ্যে  সাদিক

যেভাবে চুপচাপ ছিলেন সেভাবে থাকেন, নেতা-কর্মীদের উদ্দেশ্যে  সাদিক

দখিনের সময় ডেস্ক:
সাদিক আব্দুল্লাহ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনারা আমার পরিবার। যেভাবে চুপচাপ ছিলেন সেভাবে থাকুন। আমরা রাজনীতি করি, প্রতিহিংসা নয়। ওয়াদা করেছি বরিশালবাসীকে শান্তিতে রাখবো। আমরা যেন সেই ওয়াদা রাখতে পারি। তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ আমার সঙ্গে এসেছেন। এটিই আমার জীবনের পরম পাওয়া। তিনি আগামীকাল অনুষ্ঠানে থাকবেন।
আজ  বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে সেরনিয়াবাত ভবনে সাদিক আব্দুল্লাহ এসব কথা বলেন।  উল্লেখ্য, দলীয়  মনোনয়ন চাইতে ঢাকা যাওয়ার ৮২ দিন পর বরিশাল ফিরেছেন। যদিও ততদিনে নগরীতে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। আজ বিকেল ৪টার দিকে সড়ক পথে নগরীর গড়িয়ার পাড় এলাকায় এসে পৌঁছান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সেখান থেকে তার অনুসারী নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে যান।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা আমার পরিবার। আজকে আমি প্রায় তিন মাস পরে আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। সবার মনে যে আনন্দ বিরাজ করছে তার থেকে ডাবল আনন্দ আমার মনে, এটা তো আপনারা বুঝতে পারছেন।
সাদিক আব্দুল্লাহকে নগরীর উপকণ্ঠ গড়িয়ার পাড়ে শতাধিক মোটরসাইকেল বরণ করে নেয়। এ সময়ে তার গাড়িকে লক্ষ্য কের নেতাকর্মীদের ফুল ছুড়তে দেখা গেছে। গড়িয়ার পাড়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে না নামলেও তিনি গাড়ির গ্লাস খুলে কথা বলেন। পরবর্তীতে শোডাউনসহ কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে পৌঁছান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন এবং উড়ন্ত চুমু উপহার দেন। এ সময় নেতাকর্মীদের শ্লোগান দিতে দেখা যায়- সাদিক ভাই আসছে, কী আনন্দ লাগছে।
প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গত ১ এপ্রিল সপরিবারে লঞ্চযোগে ঢাকা যান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সেখান থেকে তিনি ভারতের আজমির শরিফ হয়ে আবার ঢাকায় ফিরে সেখানেই অবস্থান করেন। দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তিনি ঢাকায় অবস্থান করেছেন বলে জানান সাদিক আব্দুল্লাহ। এ কারণে তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতেও বরিশালে আসেননি। গত সোমবার (১৯ জুন) ভার্চুয়াল এক মিটিংয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য তিনি বরিশালে আসার কথা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments