Home প্রযুক্তি দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টিকটক

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টিকটক

দখিনের সময় ডেস্ক:
ডেটা নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশে সমালোচনায় পড়া টিকটক আগামী কয়েক বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। চীনের বাইটড্যান্সের মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপটির লক্ষ্য এই অঞ্চলে ব্যবহারকারী দ্বিগুণে উন্নীত করা। দক্ষিণ-পূর্ব এশিয়ার ৬৩ কোটির জনসংখ্যার অর্ধেক বয়স ৩০ বছরের কম। ব্যবহারকারী সংখ্যার দিক থেকে যা টিকটকের বৃহত্তম বাজারগুলোর অন্যতম।
তবে ই-কমার্সের ক্ষেত্রে অঞ্চলটি এখনো এই প্লাটফর্মের জন্য আয়ের বড় উৎস হয়ে উঠতে পারেনি। এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে শোপি, লাজাডা ও টোকোপিডিয়ার মতো ই-কর্মাস অ্যাপ। যার প্রতিটির পেছনে রয়েছে বড় প্রযুক্তি জায়ান্ট। শো জি চিউ জাকার্তার এক অনুষ্ঠানে বলেন, আমরা আগামী কয়েক বছরে ইন্দোনেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি।এই অঞ্চলে টিকটকের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব তুলে ধরতে এই ফোরামের আয়োজন করা হয়।চিউ বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় টিকটকের আট হাজার কর্মী রয়েছে। এই অঞ্চলের বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়ায় দুই লাখ ছোট বিক্রেতা এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা করছে।
চীনা মালিকানাধীন সংস্থাটি কয়েকটি দেশের সরকার ও নিয়ন্ত্রকদের কাছ থেকে তদন্তের মুখোমুখি হয়েছে। সন্দেহ করা হয়, চীনের স্বার্থে অ্যাপটি ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে। এমন পরিস্থিতিতে বিনিয়োগের ঘোষণা এল। এরই মধ্যে ব্রিটেন ও নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশ সরকারি ফোনে অ্যাপটিকে নিষিদ্ধ করেছে। তবে চীনা সরকারের সঙ্গে তথ্য-উপাত্ত ভাগাভাগির কথা অস্বীকার করেছে টিকটক।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরকারি ডিভাইসে বড় ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন না হলেও এর বিষয়বস্তুর ওপর নজরদারি রয়েছে। ইন্দোনেশিয়া ২০১৮ সালে অল্প সময়ের জন্য নিষিদ্ধ করে। অভিযোগে ছিল পর্নোগ্রাফি, অসংযত বিষয়বস্তু ও ব্লাসফেমি নির্ভর কনটেন্ট প্রকাশ। এ ছাড়া তরুণ, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য হুমকিস্বরূপ ‘বিষাক্ত’ উপাদান রয়েছে বলে তদন্তের ঘোষণা দিয়েছে ভিয়েতনাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের চিন্ময় গ্রেফতারে ভারতের বিজেপি নেতার ‍উষ্মা, সীমান্ত অবরোধের ডাক

দখিনের সময় ডেস্ক: গুরুতর অভিযোএগ গ্রেফতার হয়েছেন বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। ‍এ ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা পশ্চিমবঙ্গ বিধানসভার...

আওয়ামী ভুতে আক্রান্ত ওসি!

দখিনের সময় ডেস্ক: স্বৈরাচারী শেখ হাসিনার আমলে পুলিশের বাড়াবাড়ি চরমে পৌছেছিলো। এদের অনেকের কথাবার্তায় লাগাম ছিলো না। ‍এরা ছিলো আওয়ামী ভুতে আক্রান্ত। ৫ আগস্ট আওয়ামী...

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

Recent Comments