Home চাকরির খবর বিএসটিআইয়ে ১৩-২০তম গ্রেডে চাকরি, পদ ৪২

বিএসটিআইয়ে ১৩-২০তম গ্রেডে চাকরি, পদ ৪২

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজস্ব খাতের অধীন একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১১ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
যোগ্যতা: অর্থ বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। হিসাব বা নিরীক্ষাকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-২–এ উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল-৩–এ উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭
যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: নিম্নমান সহকারী/এলডিএ নিম্নমান করণিক
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি পাস। মুদ্রাক্ষরিক কাজে বা কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: মুদ্রাক্ষরিক/টাইপিস্ট
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: ভান্ডাররক্ষক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাস। ভান্ডার রক্ষণকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদের নাম: ল্যাব সহকারী
পদসংখ্যা: ৫
যোগ্যতা: বিজ্ঞানে এইচএসসি পাস। মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে এক বছরের ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. পদের নাম: গ্লাস ব্লোয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞানে এইচএসসি পাসসহ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে এক বছরের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১০. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)
পদসংখ্যা: ১১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১১. পদের নাম: নিরাপত্তা প্রহরী (চৌকিদার)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার বা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব বিভাগ/জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ১ নম্বর পদে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা ছাড়া সব জেলা; রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের সব জেলা।
২ নম্বর পদে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলা। ৩ নম্বর পদে ঢাকা বিভাগের রাজবাড়ী জেলা ছাড়া সব জেলা; রংপুর, বরিশাল, সিলেট বিভাগের সব জেলা।
৪ নম্বর পদে ঢাকা বিভাগের ফরিদপুর ও মাদারীপুর জেলা ছাড়া সব জেলা; চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা ছাড়া সব জেলা; রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা ছাড়া সব জেলা এবং খুলনা, সিলেট ও রংপুর বিভাগের সব জেলা।
৫ নম্বর পদে চট্টগ্রাম ও রংপুর বিভাগের সব জেলা। ৬ নম্বর পদে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলা। ৭ নম্বর পদে ঢাকা ও রাজশাহী বিভাগের সব জেলা। ৮ নম্বর পদে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল জেলা ছাড়া সব জেলা; ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা ছাড়া সব জেলা; রাজশাহী বিভাগের পাবনা ও সিরাজগঞ্জ জেলা ছাড়া সব জেলা; খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা ছাড়া সব জেলা এবং রংপুর ও সিলেট বিভাগের সব জেলা।
৯ নম্বর পদে ঢাকা বিভাগের সব জেলা। ১০ নম্বর পদে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও সুনামগঞ্জ জেলা। ১১ নম্বর পদে ঢাকা বিভাগের গাজীপুর ও গোপালগঞ্জ জেলা ছাড়া সব জেলা; রংপুর বিভাগের গাইবান্ধা জেলা ছাড়া সব জেলা এবং সিলেট বিভাগের সব জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা বিএসটিআইয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদনের সময়সীমা: ২৫ জুন থেকে ২৩ জুলাই ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments