Home আন্তর্জাতিক শস্যচুক্তি নবায়নে পুতিনকে জাতিসংঘের মহাসচিবের প্রস্তাব

শস্যচুক্তি নবায়নে পুতিনকে জাতিসংঘের মহাসচিবের প্রস্তাব

দখিনের সময় ডেস্ক:
বিশ্বের খাদ্য সরবরাহ নিশ্চিতে, কৃষ্ণসাগর শস্যচুক্তি নবায়ন করতে রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি প্রস্তাব দিয়েছেন, যদি তিনি শস্যচুক্তি নবায়ন করতে সম্মত হন, তাহলে রাশিয়ার কৃষি ব্যাংকের সহায়ক প্রতিষ্ঠানকে বৈশ্বিক আর্থিক লেনদেন নেটওয়ার্ক সুইফটে যুক্ত করা হবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সেনারা হামলা করার পর দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুইফট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাশিয়া গত বছর ইউক্রেনে সেনা পাঠিয়ে দেশটির কৃষ্ণসাগরের জাহাজ চলাচল পথ ও বন্দরগুলোর নিয়ন্ত্রণ নেয়। এতে করে ইউক্রেনের উৎপাদিত শস্য বন্দরে আটকে যায়। এসব শস্য নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শস্যচুক্তি হয়। এরপর কয়েক দফা এটির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ বর্ধিত মেয়াদের সময়সীমা আগামী সোমবার (১৭ জুলাই) শেষ হয়ে যাবে। রাশিয়া হুমকি দিয়েছে এবার আর তারা এ চুক্তির মেয়াদ বাড়াবে না। তাদের দাবি, চুক্তি অনুযায়ী রুশ শস্য নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর কথা থাকলেও সেটি করা হচ্ছে না। রাশিয়া চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য এখন শর্ত জুড়ে দিয়েছে, তাদের কৃষি ব্যাংক রোসেলখোজব্যাংককে সুইফটের সঙ্গে পুনঃসংযোগ করতে হবে।
তবে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছে, রুশদের এ দাবি মেনে নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন না তারা। তবে ইউরোপীয় ইউনিয়ন রোসেলখোজব্যাংককের সহায়ক প্রতিষ্ঠানকে সুইফটে যুক্ত করার কথা ভাবছে। বার্তাসংস্থা রয়টার্স বুধবার (১২ জুলাই) জানিয়েছে, তিনটি সূত্র জানিয়েছে, রুশ কৃষি ব্যাংকের সহায়ক প্রতিষ্ঠানকে সুইফটে অন্তর্ভুক্ত করা হবে; যেন দেশটি শস্য ও সারের লেনদেন করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments