Home আন্তর্জাতিক সুপ্রিম কোর্ট সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

সুপ্রিম কোর্ট সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

দখিনের সময় ডেস্ক:
বিচার বিভাগে সংস্কার ঠেকাতে আবারও রাস্তায় নেমেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাধারণ মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোট সরকার ‘বিতর্কিত’ বিচারিক সংষ্কার বিল পাশ করানোর চেষ্টা করছে।
এই বিলটি পাশ হলে— সরকার কোনো সিদ্ধান্ত নিলে, সেটি পরিবর্তন করার ক্ষমতা থাকবে না বিচার বিভাগের। এছাড়া বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করতে পারবে। শনিবার (১৫ জুলাই) রাতে তেল আবিবসহ অন্যান্য শহরে জড়ো হন ইসরায়েলিরা। এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা জানান এ সংস্কার যেভাবেই হোক ঠেকাবেন। বিচার বিভাগ সংস্কারের এ বিলটি আইনে পরিণত হতে তিনটি ধাপ পার হতে হবে। প্রথম ধাপে ইতোমধ্যে এটি অনুমোদিত হয়েছে। এখন আরও দুটি ধাপে অনুমোদন পেতে হবে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, যদি সরকার সংস্কার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়— তাহলে তারা বিক্ষোভ অব্যাহত রাখবেন। এরমধ্যে ইসরায়েলের জাতীয় শ্রমিক ইউনিয়ন এবং মেডিকেল অ্যাসোসিয়েশন বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছে। শ্রমিক ইউনিয়নের প্রধান আরনন বার-ডেভিড বলেছেন, সরকার যদি এ বিল পাশ করা থেকে সরে না আসে তাহলে তারা সর্বত্র সাধারণ ধর্মঘটের ডাক দেবেন। আর ইউনিয়নের পক্ষ থেকে যদি ধর্মঘটের ডাক দেওয়া হয়— তাহলে এটি ইসরায়েলের অর্থনীতিকে থমকে দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার...

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

Recent Comments