Home খেলাধূলা দারুণ জয়ে গ্রুপ শীর্ষে বাংলাদেশ

দারুণ জয়ে গ্রুপ শীর্ষে বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক:
মাহমুদুল হাসান জয়ের দারুণ সেঞ্চুরিতে আইসিসি মেন’স ইমার্জিং কাপে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২১ রানে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এ জয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে উঠে গেল লাল-সবুজের দল। ৩ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার শ্রীলংকার কলম্বোয় পি সারা ওভাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে আফগানদের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রানে থামে আফগানরা।
৩০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানদের প্রথম উইকেট তুলে নেন রাকিবুল হোসেন। জুবায়েদ আকবারিকে তিনি ১০ রানে ফেরান। এরপর ভালো জুটি গড়ার চেষ্টা করেন ওপেনার রিয়াজ হাসান ও নূর আলী জাদরান। তবে তানজিম হাসান সাকিব ব্যক্তিগত ৪৪ রানে নূরকে আউট করেন। পরে সর্বোচ্চ ১০৫ বলে ৭৮ করা রিয়াজকে ফেরান সৌম্য সরকার। অধিনায়ক শহীদুল্লাহকে ৪৪ রানে বোল্ড করেন রাকিবুল। শেষদিকে ৫০ বলে ৫৩ রানে বাহির শাহ অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে পারেননি।
বাংলাদেশ বোলার সাকিব ৩টি উইকেট পান। এছাড়া রাকিবুল ও সৌম্য ২টি করে উইকেট দখল করেন।টস জিতে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৪ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান ও সাইফ দ্রুত ফিরে যান। তবে উইকেটে অবিচল থাকেন জাকির। চতুর্থ উইকেট জুটিতে জয়ের সঙ্গে ১১৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি। অবশেষে জাকির ৭২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬২ রানে ইজহারউল্লাহ নাভেদের বলে আউট হন।
এরপর জয় ও সৌম্য সরকার ৭৯ রান তোলেন। সৌম্য ৪২ বলে ৩টি চার ও সমান ছক্কায় ঝোড়ো ৪৮ রানে ফেরেন। তবে সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন জয়। এই তরুণ ১১৪ বলে ১২ট চার ও ২টি ছক্কায় ঠিক ১০০ করে মোহাম্মদ সেলিমের বলে আউট হন। শেষ দিকে মেহেদী হাসান ১৯ বলে ৩৬ ও রাকিবুল হাসান ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তান বোলারদের মধ্যে ৪টি উইকেট পান সেলিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতের মামুনুল হক

দখিনের সময় ডেস্ক: মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত...

মাথার উপর অনেক চাপ? ভরসা হবে ‘সেকেন্ড ব্রেন’

দখিনের সময় ডেস্ক: মাথার উপর অনেক চাপ নিয়ে আছেন? বাজারে এসেছে সেকেন্ড ব্রেন! সেকেন্ড ব্রেন কোনও চিপ নয়। অপারেশন করেও একে শরীরে বসাতে হবে না।...

ফেসবুক প্রোফাইল থেকে সবকিছু কোথায় গেল?

দখিনের সময় ডেস্ক: ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে দেখা যাচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’। মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবহারকারী। তাহলে কী...

এবার হোয়াটসঅ্যাপে এআই, যেভাবে কাজ করবেন

দখিনের সময় ডেস্ক: বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হচ্ছে এই মেসেজিং অ্যাপে। তাই তো ব্যবহারকারীদের...

Recent Comments