Home রাজনীতি বিএনপির সমাবেশের দিন ২৭ জুলই মাঠে থাকবে আ. লীগও, সংঘাতের আশংকা

বিএনপির সমাবেশের দিন ২৭ জুলই মাঠে থাকবে আ. লীগও, সংঘাতের আশংকা

দখিনের সময় ডেস্ক:
আগামী ২৭ জুলাই রাজধানীতে বিএনপির সমাবেশের দিনে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসংশ্লিষ্ট তিন সংগঠন। সেদিন দুপুর ২টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের কাছে সমাবেশ করবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এবং দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এই পাল্টাপিাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশংকা  করা হচ্ছে কোন কোন মহল থেকে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশ শুধু বায়তুল মোকাররম মসজিদে সীমাবদ্ধ থাকবে না। পুরো রাজধানীজুড়ে অবস্থান নেবেন নেতাকর্মী ও সমর্থকরা। আর এই জনস্রোতে থানা ও ওয়ার্ডপর্যায়ে অংশ নেবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা। যুবলীগ বলছে, দেশজুড়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ হবে। এ কর্মসূচি ২৪ জুলাই হওয়ার কথা ছিল, তা পিছিয়ে ২৭ জুলাই করা হয়েছে। জানা গেছে, বিএনপির কর্মসূচির বিষয়টি মাথায় রেখেই এ কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে দলটির নেতারা পাল্টা কর্মসূচি দেওয়ার কথা অস্বীকার করেছেন।
যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে দেশব্যাপী ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ করছে আওয়ামী যুবলীগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা ও ময়মনসিংহ জেলার সমন্বয়ে এবারে রাজধানীতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা বলছেন, তিন সংগঠনের উদ্যোগে এই সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের। অন্যান্য অতিথির বিষয়ে বৈঠক করে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে। সমাবেশের নাম ‘ছাত্র ও যুব সমাবেশ’ হতে পারে। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আমাদের সময়কে নিশ্চিত করেন, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ মিলে সমাবেশ আয়োজন হতে যাচ্ছে।  এদিকে ২৭ জুলাই ‘শান্তি সমাবেশ’ উপলক্ষে সোমবার সংবাদ সম্মেলন আহ্বান করেছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তিন সংগঠনের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments